• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরুষ হয়েও যিশুর রোম্যান্টিসিজমে মুগ্ধ! প্রিয় অভিনেতার জন্মদিনে অকপট শিবপ্রসাদ

Published on:

Jishu Sengupta,যীশু সেনগুপ্ত,Sibaprasad Mukherjee,শিবপ্রসাদ মুখার্জী,Birthday,জন্মদিন,Tollywood,টলিউড

আজকের দিনে চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত নাম হলেন অভিনেতা যীশু সেনগুপ্তর। আজ অর্থাৎ ১৫ই মার্চ অভিনেতার জন্মদিন। এবছর ৪৫ বছরে পা দিয়েছেন অভিনেতা। তবে এই বয়সে এসেও টিভির পর্দায় অভিনেতার নজরকাড়া রোম্যান্টিক আবেদনে কুপোকাত অল্প বয়সের মেয়ে থেকে বেশি বয়সের মহিলা সকলেই, এবিষয়ে কোনো দ্বিমত নেই।

এই মুহূর্তে বাংলা, হিন্দি, তেলেগু কোথায় নেই যীশু সেনগুপ্ত। সব ইন্ডাস্ট্রিতেই সমান তালে অভিনয় করে চলেছেন তিনি। তবে আগেই অভিনেতা জানিয়েছেন এক্ষেত্রে বরাবরই তার কাছে প্রাধান্য পায় সিনেমাটায় তার চরিত্রের গুরুত্ব রয়েছে কতটা। এমনিতে বিতর্ক থেকে বরাবরই দূরে থাকেন যীশু। তাই সোশ্যাল মিডিয়া তেও কাজের প্রয়োজন ছাড়া দেখা যায় না অভিনেতাকে।

shuJishu Sengupta,যীশু সেনগুপ্ত,Sibaprasad Mukherjee,শিবপ্রসাদ মুখার্জী,Birthday,জন্মদিন,Tollywood,টলিউড

সদ্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত উইন্ডোজ প্রোডাকশনের এই ‘বাবা, বেবি ও’ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং সোলাঙ্কি রায় (Solanki Roy)। এই সিনেমায় নিজের থেকে ২০ বছরের ছোট জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কির সাথে কাঁচা পাকা দাড়ি নিয়েই চুটিয়ে রোম্যান্স করেছেন যীশু।

Jishu Sengupta,যীশু সেনগুপ্ত,Sibaprasad Mukherjee,শিবপ্রসাদ মুখার্জী,Birthday,জন্মদিন,Tollywood,টলিউড
আজ যীশুর জন্মদিনে পর্দায় তার রোম্যান্টিসিজমের প্রশংসা করে শিবপ্রসাদ বলেছেন ‘পুরুষ হিসেবে বলতে পারি যিশুর রোম্যান্টিক আবেদন সাংঘাতিক! অনেক পুরুষকে বলতে শুনেছি যিশুর রোম্যান্টিক আবেদনটাই সবচেয়ে নজরকাড়া। ভীষণ মন টানে। আর মেয়েদের কথা তো বাদই দিলাম। অল্প বয়সের মেয়ে থেকে বেশি বয়সের মহিলা, সকলের কাছে ওর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।’

Jishu Sengupta,যীশু সেনগুপ্ত,Sibaprasad Mukherjee,শিবপ্রসাদ মুখার্জী,Birthday,জন্মদিন,Tollywood,টলিউড

সেইসাথে প্রিয় অভিনেতা যীশু প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আরও সংযোজন ‘২০২২-এ প্রায় কুড়ি বছরের ছোট শোলাঙ্কির সঙ্গে প্রেমের দৃশ্যে কাঁচা-পাকা দাড়ির যিশু যে ভাবে পর্দায় রোম্যান্টিসিজম দেখাল, তাতে শোলাঙ্কির মতো নতুন অভিনেত্রী নায়িকা হয়ে উঠল।’ সেইসাথে যীশুর জন্য পরমর্শ দিয়ে খানিকটা ‘স্বার্থপরের’ মতোই শিবপ্রসাদ বলেছেন ‘জন্মদিনে একটা কথাই বলি— নিজের ঘরের কাজে আরও বেশি সময় দাও। যতই আরব সাগরের ঢেউয়ের জলোচ্ছ্বাস তোমায় ভিজিয়ে রাখুক। বাংলা ছবির বাণিজ্যে লক্ষ্মীকে অচল করে রাখার অনেকখানি দায়িত্বও কিন্তু তোমার! তুমি তা ভুলতে পারো না!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥