• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রতিবারই পরকীয়ার পর বিয়ে! নাম না করেই শ্রাবন্তীকে কটাক্ষ তৃতীয় স্বামী রোশন সিংয়ের

Published on:

Srabanti Chatterjee,Roshan Singh,শ্রাবন্তী চ্যাটার্জী,রোশান সিং,শ্রাবন্তী রোশান বিবাহ বিচ্ছেদ,Roshan Singh Question,টলিউডের খবর,Tollywood News,bengali actress news,Srabanti Divorce Update

টলিপাড়ায় সর্বাধিক চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। অভিনয়ের থেকেও বেশি নিজের ব্যক্তিগত জীবনের জন্য বিশেষত একাধিক বিয়ের কারণে বহুবার তুমুল চর্চিত হয়েছেন অভিনেত্রী। এক দু বার নয় তিন তিন বার বিয়ের পিঁড়িতে বসেও সংসার করা হয়নি অভিনেতীর। তৃতীয় স্বামী রোশন সিং (Roshan Singh) এর সাথেও বিচ্ছেদ প্রায় হল বলে। তবে বিচ্ছেদের আগেই নাম না নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করলেন রোশন।

দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আর নেই! বিচ্ছেদের জন্য মোল্লা চলছে আদালতে। তবে নাম না নিয়ে একে অপরের উদ্দেশ্যে মাঝে মধ্যেই স্টোরি শেয়ার করতন দুজনেই। এর জেরে বহুবার শিরোনামে উঠে এসেছিলেলন শ্রাবন্তী-রওশন। সম্প্রতি আবারও নাম না করে শ্রাবন্তীকে নিয়ে মন্তব্য করে শিরোনামে উঠে এলেন রোশান সিং।

Srabanti Chatterjee,Roshan Singh,শ্রাবন্তী চ্যাটার্জী,রোশান সিং,শ্রাবন্তী রোশান বিবাহ বিচ্ছেদ,Roshan Singh Question,টলিউডের খবর,Tollywood News,bengali actress news,Srabanti Divorce Update

নিজের ইস্টাগ্রামে বেশ সক্রিয় রোশান সিং। প্রতিনিয়ত ছবি, ভিডিও থেকে স্টোরি শেয়ার করে নেন অনুগামীদের সাথে। সম্প্রতি সেখানে একটি স্টোরি শেয়ার করেছেন রোশন। যেখানে লেখা রয়েছে, ‘কেন তাঁর (প্রতিটা) বিয়ে একটা পরকীয়া সম্পর্কের পরেই হয়’। এভাবেই নাম না নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। অবশ্য নেটিজেনদের  এই প্রশ্ন বুঝতে অসুবিধা হয়নি।

অবশ্য তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, একজন সাধারণ মানুষ হিসাবেই এই প্রশ্ন করেছি সোশ্যাল মিডিয়াতে। কাউকে উদ্দেশ্য করে এই কথাটা বলা নয়। তবে ইঙ্গিত যে শ্রাবন্তীর দিকে সেটা অনুমান করে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ।

 

কারণ ইতিমধ্যেই শ্রাবন্তীর চতুর্থ প্রেম সম্পর্কে গুঞ্জন রটেছে নেটপাড়ায়। নেটিজেনদের মতে, অভিনেত্রী আবাসনেরই বাসিন্দা অভিরূপ নাগের সাথে প্রেম করছেন। এমনকি বিদেশে ঘুরতেও গিয়েছেন তাঁর সাথেই। যদিও নিজেদের বন্ধু হিসাবেই পরিচয় দিয়েছেন শ্রাবন্তী।

প্রসঙ্গত, ২০১৯ সালে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রাবন্তী। রোশন সিংয়ের সাথে বিয়ের একবছর ঘুরতেই সেই সম্পর্কে ছেদ পরে। আলাদা থাকতে শুরু করেন দুজনে, এরই মাঝে হটাৎ করে একসাথে সমস্ত ছবি ডিলিট করে দেন শ্রাবন্তী। তার পর থেকেই বিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পরে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥