• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি নিজে কাশ্মীরি পণ্ডিত, তাও The Kashmir Files দেখব না’! পরেশ রাওয়ালের ট্যুইটে ক্ষোভ মহিলার

Published on:

বিবেক রঞ্জন অগ্নিহোত্রী,Vivek Ranjan Agnihotri,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,পরেশ রাওয়াল,Paresh Rawal,Shibani Dhar Sen,শিবানী ধর সেন,Tweet,ট্যুইট

মাত্র ৪ দিন আগেই অর্থাৎ ১১ মার্চ মুক্তি পেয়েছে পরিচিলক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri) বহু প্রতীক্ষিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) । মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড সৃষ্টি করে চলেছে এই সিনেমাটি। যার জেরে মুক্তির পর থেকেই কাশ্মীরি পন্ডিতদের নিয়ে তৈরি এই সিনেমা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক চর্চা।

দেশজুড়ে এই সিনেমার প্রচার চালাতে ইতিমধ্যেই মুখ খুলেছেন বলিউডের একের পর এক তাবড়, অভিনেতা, অভিনেত্রীরা। এই তালিকায় একদিকে যেমন রয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাওয়াত, তেমনই রয়েছেন অক্ষয় কুমার, ইয়ামি গৌতম থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল(Paresh Rawal)।

বিবেক রঞ্জন অগ্নিহোত্রী,Vivek Ranjan Agnihotri,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,পরেশ রাওয়াল,Paresh Rawal,Shibani Dhar Sen,শিবানী ধর সেন,Tweet,ট্যুইট

সম্প্রতি কাশ্মীর ফাইলসের প্রচারকে কেন্দ্র করে তার করা মন্তব্য কে কেন্দ্র করে দানা বেঁধেছে নতুন বিতর্ক। সম্প্রতি কাশ্মীর ফাইলসের প্রচারে একটি টুইট (Tweet) করে অভিনেতা লিখেছিলেন ‘যদি ভারতীয় হন, তা হলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি অবশ্যই দেখা উচিত।’ বর্ষীয়ান অভিনেতার এই টুইটের উত্তরে একদিকে যেমন প্রশংসার ঝড় তুলেছিলেন অনুরাগীরা,তেমনই তার প্রচারভঙ্গি নিয়ে নিন্দাও করেছিলেন অনেকে।

বিবেক রঞ্জন অগ্নিহোত্রী,Vivek Ranjan Agnihotri,দ্য কাশ্মীর ফাইলস,The Kashmir Files,পরেশ রাওয়াল,Paresh Rawal,Shibani Dhar Sen,শিবানী ধর সেন,Tweet,ট্যুইট
অভিনেতা পরেশ রাওয়ালের টুইটের কমেন্ট সেকশনে ক্ষোভ উগরে দিয়ে (Shibani Dhar Sen) শিবানী ধর সেন নামে এক মহিলা কাশ্মীরি পন্ডিত লিখেছেন ‘আমি এক জন ভারতীয়। কাশ্মীরি পণ্ডিতও বটে। তাও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখব না। অনেক হয়েছে। ঘৃণা ছড়ানোর জন্য আমাদের কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাসকে ব্যবহার করা বন্ধ করুন।’

প্রসঙ্গত ওই মহিলার টুইটারের প্রোফাইল ঘেঁটে দেখলে জানা যায় তিনি আদতে হায়দরাবাদের বাসিন্দা। দক্ষিণ ভারতীয় সুন্দরীদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানও অধিকার করেছিলেন তিনি। এছাড়া বিনোদন দুনিয়াতেও যোগ রয়েছে ওই মহিলার। প্রসঙ্গত শিবানীর করা ওই টুইটটির লিঙ্ক খুঁজে পাওয়া না গেলেও সেই টুইটের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এক জন কাশ্মীরি পণ্ডিতের এই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে পরিচালক এবং তাঁর টিমের সদস্যদের ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥