টলিউড থেকে বলিউড সিনেমা জগতের অত্যন্ত পরিচিত নাম পাওলি দাম (Paoli Dam)। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রী বলেই অধিক পরিচিতি তার। যার জেরে একসময় তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। বাংলা ইন্ডাস্ট্রি তখন তথাকথিত আজকের দিনের মতো সাবালক হয়ে ওঠেনি।
সেসময় বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার, বাঙালি অভিনেত্রী হিসাবে শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়াসুন্দরের দ্বিভাষিক ছবি ‘মাশরুম’ (ইংরেজি) সম্পূর্ণ বিবস্ত্র হয়ে টানা চার মিনিট ধরে ক্যামেরার সামনে অভিনয় করে তুমুল শোরগোল ফেলে দিয়েছিলেন পাওলি। বাংলায় ‘ছত্রাক’ (Chatrak) নামের এই সিনেমায় নবাগতা পাওলিকে দেখে তার অভিনয়ের থেকে অনেক বেশি গুরুত্ব পেয়েছিল ওই বিশেষ দৃশ্য।
তাই সিনেমা মুক্তির পর তার অভিনয়ের থেকে তার নগ্ন হওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া শুনে একটু অবাকই হয়েছিলেন পাওলি। সেসময় ভারতীয় সিনেমায় তথাকথিত নারী চরিত্রের সমস্ত মিথ ভেঙে অবলীলায় নিজের শরীরকে ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন পাওলি। তাই এই ছবিতে সহ-অভিনেতা অনুব্রতর সঙ্গে এক বিছানায় এই নগ্ন এই দৃশ্যের শ্যুটিংয়ের সময় আপত্তি করেননি পাওলি, বরং তিনি যুক্তি দেখিয়েছিলেন।
এই সিনেমা প্রসঙ্গে সম্প্রতিক এক সাক্ষাৎকারে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে পাওলি জানিয়েছেন, ছোট থেকে পাশ্চাত্যের ছবি দেখতে দেখতে পর্দায় নগ্নতা দেখা বা দেখানো নিয়ে কোনও প্রকার নাক সিঁটকানো ছিল না তাঁর কাছে। ‘ছত্রাক’ মুক্তির পর ক্যামেরার সামনে তার নগ্ন হওয়া নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে যেভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝড় উঠেছিল তা দেখে শুনে কিছুটা অবাক হয়েছিলেন পাওলি।
অভিনেত্রীর কথায় সেসময় তিনি নতুন ছিলেন ইন্ডাস্ট্রিতে তাই পুরো বিষয়টায় ধাতস্থ হতে সময় লেগেছিল তার। তবে তিনি বরাবরই ভাবেন সবই তার উপরি পাওনা। তার কাছে হারানোর কিছু নেই। কারণ একসময় পড়াশোনা নিয়েই জীবনে এগোনোর ইচ্ছা ছিল তার। তাই নিজে কোনওদিনও অভিনেত্রী হবেন, সেকথা নাকি তিনি ভাবতেই পারেননি। তবে ভবিষ্যতে নগ্ন দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই পাওলির। এবিষয়ে অভিনেত্রী সাফ জানিয়েছেন, ‘যদি বুঝি, সেই চরিত্রটির জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করব।যদি সে রকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এই সব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনও অসুবিধা নেই।’