বাঙালি দর্শকদের কাছে খুবই প্রিয় একটি সিরিয়াল জি বাংলার মিঠাই (Mithai)। একসময় একটানা ৪৪ সপ্তাহ ধরে টিআরপি লিস্টে (TRP List) প্রথমস্থানে ছিল মিঠাই সিরিয়াল। তবে বর্তমানে সেই জনপ্রিয়তা কিছুটা ফিকে হয়ে গিয়েছে। বদলে অন্য সিরিয়াল টেক্কা দিচ্ছে মিঠাইকে। এবার দর্শকদের বিচারে সেরা অভিনেত্রী হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Path Jodi Na Sesh Hoi) সিরিয়ালের উর্মি (Urmi) অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)।
জনপ্রিয়তার নিরিখে ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়েল বেশ পপুলার। উর্মি আর সাত্যকিবাবুর জুটি বেশ প্রিয় সকলের কাছে। রাগ অভিমান, খুনসুটি থেকেই বড়লোকের মেয়ে হয়েও বিনা অহংকারে গোটা পরিবারকে দিব্যি আগলে রাখে উর্মি। এবার সেই উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরাই জিতে নিওল দর্শকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার।
যদিও কিছুদিন আগেই জি বাংলার সোনার সংসার আয়োজিত হয়েছিল। সেখানে একেরপর এক পুরস্কার চলে গিয়েছে মিঠাইয়ের টিমের কাছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই পুরস্কার তুলে দিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ও বাকি টিমের হাতে। এতে মিঠাই ভক্তরা খুশি হলেও উর্মি ফ্যানেরা রেগে আগুন হয়েছিল। তবে এবার এর ঠিক উল্টোটা দেখা গেল আরেক অনুষ্ঠানে।
সম্প্রতি ‘সৃষ্টি ডান্স একাডেমি’র পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে বিভিন্ন অভিনেত্রীদেরকে নিজেদের কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডের নাম রাখা হয়েছে, ‘Extra-Ordi-নারী অ্যাওয়ার্ড’। এদিন দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নেবার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেওয়া হয়েছে অন্বেষা হাজরার হাতে।.
View this post on Instagram
প্রিয় অভিনেত্রীকে সেরা অভিনেত্রীর সন্মান পেতে দেখে খুশি দর্শকেরা। সাথে কিছু নেটিজেনরা আবার কটাক্ষের তীর ধরে দিয়েছেন মিঠাই ফ্যানেদের দিকে। তবে দুই অভিনেত্রীই নিজের মত করে সেরা। এদিন অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে অন্বেষা জানান, ‘আমি বেস্ট তো নই, তবে আমি চেষ্টা করবো এই সম্মানের মান রাখার’। এরপর অনুষ্ঠানের আয়োজক ইন্দ্রানী ও রাই দুজনকেই প্রমান ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী।