সম্প্রতি কলকাতার আন্তর্জাতিক বই মেলায় (Kolkata Book Fair 2022) আয়োজন করা হয়েছে। বইপ্রেমী মানুষেরা ভিড় জমিয়েছেন পছন্দের বই থেকে শুরু করে আরও নান ধরণের বই দেখার ও কেনার জন্য। কিন্তু সেই সাধারণ মানুষের ভিড়ে ঘুরছিলেন এক মহিলা যিনি কিন্তু মোটেও কোনো সাধারণ মহিলা নন। এমনকি তাঁর কাজেও তিনি নিজেকে শেষমেশ অসাধারণ প্রমাণ করলেন! সকলের নজর এড়িয়ে বইমেলায় আসা লোকেদের মানিব্যাগ উধাও করে দিচ্ছিলেন তিনি। এই ঘটনা নজর এড়ায়নি কলকাতা পুলিশের, পাকড়াও করা হয় মহিলাকে।
কিন্তু মহিলাকে ধরার পরেই চক্ষু চরকগাছ খোদ পুলিশের। মহিলা কোনো সাধারণ মহিলা নন বরং ইনি একজন নামি টলিউড অভিনেত্রী। অবশ্য শুধু টলিউডে নয় হিন্দি ইন্ডাস্ট্রিতেও বেশ নাম রয়েছে তাঁর। কে তিনি? তিনি হলেন রুপা দত্ত (Rupa Dutta)। ভাবছেন কোনো সিনেমার শুটিংয়ের কাহিনী বা সিরিয়ালের প্লট? না একেবারেই না। বাস্তবেই বইমেলাতে লোকের পকেটমারকে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন অভিনেত্রী।

পকেটমারের করতে গিয়ে ধরা পরে আপাতত অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয়েছে উত্তর বিধান নগর থানায়। একসময় এই অভিনেত্রীই সুপারহিট সমস্ত ছবিতে কাজ করেছেন। ২০০৫ সালে জিৎ এর সুপারহিট ছবি ‘সাথী’তেও অভিনয় করেছিলেন। এরপর হিন্দি টেলিভিশন সিরিয়াল ‘জয় মা বৈষ্ণমাতা’ তে কাজ করেন বেশ কিছু সময়। নিজের অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। তবে তাকে এমনভাবে পকেটমারির দায়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হবে এটা কেউই ভাবতে পারেনি।

পুলিশের মতে যেমনটা জানা যাচ্ছে, বইমেলায় করা সুরক্ষার জন্য কড়া নজর ছিল পুলিশ আধিকারিকদের। সেই সোময়ুই এক মহিলাকে দেখে সন্দেহ হয় পুলিশের। মহিলা একটা মানিব্যাগ ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। সন্দেহ হতেই তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন তিনি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন? এই প্রশ্নের কোন যদুত্তর না পারায় শুরু হয় তল্লাশি।
এরপর তল্লাশিতে পুলিশ যা দেখল তাতে চোখ কপালে ওঠার জোগাড়! ব্যাগের মধ্যে একটা আধটা নয় প্রচুর মানিব্যাগ রয়েছে। আর তার সাথে রয়েছে কম করে ৭৫ হাজার টাকা নগদ ও একটা ডাইরি। সেই ডাইরির মধ্যেই লেখার হয়েছে পকেটমারির হিসাব নিকেশ। সুতরাং এমন একজন কে তো আর ছাড়া যায় না। তাকে আটক করে নিয়ে আসা হয় উত্তর বিধান নগর থানায়।
পুলিশের জেরার মুখে শেষমেশ সবকিছু স্বীকার করেন অভিনেত্রী। তবে পুলিশের অনুমান এটা একা রুপা দত্তের কাজ নয়। এর সাথে বড়সড় একটা চক্র জড়িত রয়েছে। আপাতত জেরার মাধ্যমে সেই চক্রের আসল পান্ডাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে অভিনেত্রী হয়ে যে এভাবে পকেটমারির ব্যবসা ফেঁদেছেন রুপা দত্ত সেটা কেউ ভাবতেও পারেননি আগে।














