বাংলার সিরিয়ালপ্রেমীদের কাছে দারুন জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu)। সিরিয়ালের অপু চরিত্রের নবাগতা অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)-র অভিনয় শুরু থেকেই মন জয় করেছে দর্শকদের। এই সিরিয়ালের দৌলতে বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও নজরকাড়া ফ্যান ফলোয়িং রয়েছে অভিনেত্রীর।
সম্প্রতি সিরিয়ালে অপু অভিনেত্রীকে দেখা এক নতুন রূপে। আসলে কিছুদিন আগেই এই সিরিয়ালে দেখা গিয়েছে সানি ওরফে মাদক চক্রের মূল পান্ডা রুবিনা মালিকের ষড়যন্ত্রের স্বীকার হয়েছে অপু (Apu)। এই সিরিয়ালে দেখা গিয়েছে সানি অপুর বিবাহবার্ষিকী পালনের নাম করে পায়েশে বিষ মিশিয়ে খাইয়েছে তাকে। এরপর গুরুতর অসুস্থ অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়।
এরপর দেখা গিয়েছে বাড়ির সবার সামনে সানির আসল সত্যিটা সামনে আনতে নতুন রূপে ছদ্মবেশ নিয়ে শ্বশুর বাড়ি ফিরে এসেছে অপু। দেখা গিয়েছে বয়স্ক খ্রীস্টান মহিলা মিস গোমসের ছদ্মবেশ ধারণ করে বাড়ির ছেলেকে পড়ানোর নাম করে মুখার্জী বাড়িতে এসে উঠেছে অপু।
উল্লেখ্য সিরিয়ালের নায়িকাদের মরে গিয়ে বেঁচে ওঠা নতুন ঘটনা নয়। এবার এই একই ঘটনা দেখা যাচ্ছে অপরাজিতা অপু সিরিয়ালে। তবে মিস গোমসের সাজে অপুর নতুন লুক প্রথম প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। নেটিজেনদের মধ্যে একটা বড় অংশের কটাক্ষের মুখে পড়ে অপু চরিত্রের অভিনেত্রী সুস্মিতা।
এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল সুস্মিতার মিষ্টি অপু থেকে বয়স্ক মিস গোমস হয়ে ওঠার মেক আপ ভিডিও। এই ট্রান্সফর্মেশন ভিডিও নিজেই করেছেন অপু অভিনেত্রী সুস্মিতা। এই ভিডিও সুস্মিতা ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্রই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
View this post on Instagram