কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এর মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতি হল প্রেমের অনুভূতি। একটা ভালোবাসার সম্পর্কে দুজন দুজনের প্রতি সম্পূর্ণ ভাবে নিমজ্জিত হয়। কোনও প্রেম বিয়ে অবধি টিকিয়ে রাখা সহজ কথা নয় , খুব কম মানুষই রয়েছে যাদের প্রেম বিয়েতে পরিণতি পায়। তার উপর কাস্ট ,বা ধর্ম যদি আলাদা হয় তবে তো বিয়ের ক্ষেত্রে আরো বাধা এসে দাঁড়ায়।
দুটি ভিন্ন শহরে বসবাসকারী মানুষের প্রেমের গল্প আপনি প্রায়শই শুনে থাকবেন, কিন্তু আপনি কি কখনও দুটি ভিন্ন দেশের একটি দম্পতির প্রেমের গল্প শুনেছেন? আপনাদের আজ শোনাব এমনই এক অদ্ভুত সুন্দর প্রেমের গল্প। এই প্রেমের গল্পে ছেলেটি ভারতের বিহার রাজ্যের একটি গ্রামে বসবাস করতেন , মেয়েটি জার্মানির। এমন পরিস্থিতিতে সম্প্রতি হিন্দু রীতি মেনে বিয়ে করেছেন এই দম্পতি, যা নিয়ে গোটা এলাকায় আলোচনা চলছে।
বিহারের নওয়াদা জেলার নারহাট ব্লকের অধীনে বেরোটা নামে একটি ছোট গ্রাম রয়েছে, যেখানে সত্যেন্দ্র কুমার তার পরিবারের সাথে থাকেন। সম্প্রতি বেরোটা গ্রামে একটি অনন্য বিয়ে হয়েছে, যেখানে বিহারের সত্যেন্দ্র সিঁদুর পরিয়ে তার জার্মান প্রেমিকাকে স্ত্রীয়ের সম্মান দিয়েছেন।
প্রকৃতপক্ষে, জার্মানিতে বসবাসকারী লরিসা বেলগে এবং সত্যেন্দ্র কুমার একে অপরের প্রেমে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন, তারা নিজেদের প্রেমকে পরিণতি দিতেই বিয়ের সিদ্ধান্ত নেয়। বিহারের মোট রাজ্যে অজপাড়া গায়ে এমন বিদেশি বৌকে ঘরে তুলে খবরের শিরোনামে উঠে এসেছে সত্যেন্দ্রনাথ।
জানলে অবাক হবেন বিহারের সত্যেন্দ্র দশম শ্রেণীতে ফেল করে অটো চালিয়েই নিজের জীবিকা নির্বাহ করতো ,আর এখন সে সস্ত্রীক সুইজারল্যান্ডে বিলাসবহুল জীবনযাপন করছে। আসলে, সত্যেন্দ্র কুমার এবং লরিসার প্রথম দেখা হয়েছিল 2019 সালে সুইডেনে, যেখানে তারা দুজনেই ক্যান্সার নিয়ে গবেষণার কাজ করছিলেন। সত্যেন্দ্র কুমার স্কিন ক্যান্সার নিয়ে গবেষণা করছিলেন, আর ল্যারিসা প্রস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করছিলেন। এ সময় দুজনের ভালো বন্ধুত্ব হয়, যা অচিরেই প্রেমে রূপ নেয়।
এভাবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর সত্যেন্দ্র ও লরিসা বিয়ে করার সিদ্ধান্ত নিলেও করোনা মহামারির কারণে বিয়ের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়। কারণ লরিসার ভারতে আসার জন্য ভিসার প্রয়োজন ছিল এবং করোনার কারণে ভিসা পেতে তার সমস্যা হচ্ছিল। লরিসা হিন্দি বলতে জানেন না এবং হিন্দিও বোঝেন না, তবে তা সত্ত্বেও তিনি ভারতীয় রীতি অনুযায়ী বিয়ে করতে আগ্রহী ছিলেন। তাদের এই বিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রেন্ডিং।