সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল সেলিব্রেটিদের ছড়াছড়ি। তাই মোবাইল হাতে নিয়ে স্ক্রোল করতে বসলেই চোখের সামনে ভেসে ওঠে নামী দামি বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ছবি। সেইসমস্ত ছবি দেখে অনেক সময়ই চোখ আটকে যায় নেটিজেনদের। বিশেষ করে যদি কোনো নায়ক নায়িকার ছোটবেলার ছবি (Childhood Picture) হয় তাহলে তো কথাই নেই। পছন্দের তারকাদের ছোটো বেলার ছবি দেখতে কে না ভালোবাসেন!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের প্রথম সারির এক অভিনেত্রীর ছবি। ছোটবেলার সেই ছবির সাথে আজকের অভিনেত্রীদের রয়েছে বিস্তর ফারাক। তাই এক ঝলক দেখেই তাকে চিনতে পারা সত্যিই মুশকিল। প্রসঙ্গত এদিন নিজের ছোটবেলার ছবি পোস্ট করে ব্যাপক নস্টালজিক (Nostalgic) হয়ে পড়েন এই বলিউড অভিনেত্রী (Bollywood Actress)।
আসলে এই জনপ্রিয় বলি অভিনেত্রী হলেন ‘রেস’, ‘ওয়ান টু থ্রি’ খ্যাত সমীরা রেড্ডি (Sameera Reddy)। একসময় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন সমীরা। শেষবার তাকে পর্দায় দেখা গিয়েছে ২০১৩ সালের কন্নড় ছবি ‘ভারাধনয়ক্য’তে। তবে অভিনয় থেকে দূরে থাকলেও আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন সমীরা।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশিরভাগ সময়েই মানসিক স্বাস্থ্য, বডি পজিটিভিটি নিয়ে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। একবছর আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তান এবং সংসার নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় কখনও সন্তানদের মজার ছবি তো আবার কখনও শাশুড়ি মায়ের সঙ্গে রিল ভিডিও তৈরি করতে দেখা যায় সমীরাকে।
এছাড়াও মাঝে মধ্যেই মানসিক স্বাস্থ্য, বডি পজিটিভিটি নিয়ে তাঁকে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। এরইমধ্যে গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট নস্টালজিক হয়ে পড়েছিলেন সমীরা। নিজের এগারো বছর বয়সের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন , ‘অসাধারণ অভিব্যক্তি। এগারো বছর বয়সের আমি। ছোটবেলার এই ছবিটাই আমার সবথেকে পছন্দের।’