• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বর কমেডিয়ান, স্ত্রী যেন নায়িকা! সুনীল গ্রোভারের স্ত্রীর সৌন্দর্যে ক্লিন বোল্ড বলি সুন্দরীরাও

Published on:

সুনীল গ্রোভার,Sunil Grover,আরতি গ্রোভার,Arati Grover,বলিউড অভিনেত্রী,Bollywood Actress,স্ত্রী,Wife

ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হলেন সুনীল গ্রোভার (Sunil Grover)। তাই তার তার নাম শোনা মাত্রই ভক্তদের চোখের সামনে ভেসে ওঠে তার অভিনীত একধিক জনপ্রিয় কমেডি চরিত্র গুলোর কথা। যার মধ্যে অন্যতম হল দ্য কপিল শর্মা শোয়ের গুত্থি, ডক্টর গুলাটি এবং রিঙ্কু ভাবির চরিত্র।

তাই তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তার ভাবভঙ্গি থেকে কথাবার্তা শোনা মাত্রই হাসতে হাসতে পেট খিল ধরে যায় দর্শকদের। তাই গোটা দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কৌতুক অভিনেতার অগণিত ভক্ত। প্রসঙ্গত সুনীল গ্রোভারের ট্যালেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে আজ সুনীল গ্রোভারের ভক্তদের জন্য থাকছে তার অপরূপ সুন্দরী স্ত্রীর আসল পরিচয়।

সুনীল গ্রোভার,Sunil Grover,আরতি গ্রোভার,Arati Grover,বলিউড অভিনেত্রী,Bollywood Actress,স্ত্রী,Wife

গ্লামার ওয়ার্ল্ড থেকে বরাবরই নিজেকে দূরে রাখতে পছন্দ করেন সুনীল গ্রোভারের স্ত্রী আরতি গ্রোভার (Arati Grover)। তাই বরাবরই লাইমলাইট ছেড়ে সাধারণ জীবনযাপন ভালোবাসেন আরতি। তবে রুপে,গুণে আরতি কোনো অংশে কম নন বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীদের থেকে। ছবি দেখলে যে কেউ বলে দেবেন চাইলেই সৌন্দর্যে বলি অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন আরতি।

সুনীল গ্রোভার,Sunil Grover,আরতি গ্রোভার,Arati Grover,বলিউড অভিনেত্রী,Bollywood Actress,স্ত্রী,Wife

জানা যায় আরতি গ্রোভার পেশায় ইন্টেরিয়ার ডিজাইনার। নিজের কাজ নিয়েই বেশীরভাগ সময় ব্যস্ত থাকেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতেও আরতিকে তেমন একটা অ্যাক্টিভ দেখা যায় না। তবে মাঝে মাঝে সুনীল গ্রোভার তার স্ত্রীর সাথে ছবি পোস্ট করে থাকেন। এছাড়া মাঝে মধ্যেই সুনীল গ্রোভারের সাথে ধরা পড়েন পাপারাজিদের ক্যামেরায়।

সুনীল গ্রোভার,Sunil Grover,আরতি গ্রোভার,Arati Grover,বলিউড অভিনেত্রী,Bollywood Actress,স্ত্রী,Wife
প্রসঙ্গত সুনীল এবং আরতির এক সন্তান। তাদের একমাত্র সেই ছেলের নাম মোহন গ্রোভার। একবার এক সাক্ষাৎকারে সুনীল গ্রোভার জানিয়েছিলেন যে তিনি শোয়ের আগে জোকগুলি প্রথমে তার স্ত্রী ও সন্তানকে শোনান। তবে আরতি ক্যামেরা টিভির সামনে আসতে খুব একটা পছন্দ করেন না। কাজ থেকে অবসর মিলতেই বেশিরভাগ সময়টাই ছেলে মোহনের সাথে কাটাতে ভালোবাসেন আরতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥