• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যে এল ‘গোধূলি আলাপ’ এর টাইম স্লট, অসমবয়সের প্রেম কাহিনী দেখাতে বন্ধ হল এই সিরিয়াল

Published on:

গোধূলি আলাপ,Godhuli Alap,কৌশিক সেন,Kaushik Sen,সোমু সরকার,Somu Sarkar,Time Slot,টাইম স্লট,New Serial,নতুন সিরিয়াল

বাংলার বিনোদন জগতে সিরিয়াল মানেই কিন্তু বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সিরিয়ালপ্রেমী দর্শকদের সিরিয়াল ছাড়া একটা দিনও চলে না। আর সকলের চাহিদা পূরণের কথা ভেবে প্রতিনিয়ত নিত্যনতুন সিরিয়ালের আনাগোনা লেগেই রয়েছে বিনোদন জগতে। সম্প্রতি স্টার জলসায় শুরু হতে চলেছে এমনই একটি নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)।

এমনিতে টিআরপি রেটিংয়ে সেরার শিরোপা দখল করতে প্রতিনিয়ত লড়াই চলতে থাকে বিনোদনমূলক চ্যানেল গুলোর মধ্যে। তাই টিআরপির দৌড়ে এগিয়ে থাকার লড়াইয়ে একের পর এক নতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা (Star Jalsha) কর্তৃপক্ষ। স্টার জলসার এমনই এক নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিজ্ঞ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)।

গোধূলি আলাপ,Godhuli Alap,কৌশিক সেন,Kaushik Sen,সোমু সরকার,Somu Sarkar,Time Slot,টাইম স্লট,New Serial,নতুন সিরিয়াল

পেশায় অ্যাডভোকেট কৌশিক সেনের এই চরিত্রের নাম অরিন্দম। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রোমো ভিডিও। সেই ভিডিওতে ইতিমধ্যেই দেখা গিয়েছে মাঝবয়সী উকিলের সাথে ভাগ্যের পরিহাসে বাঁধা পড়বে পেশায় বহুরূপী মৌড়িগ্রামের কিশোরী নোলক। এই নোলকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোমু সরকার (Somu Sarkar)।

আর নতুন সিরিয়াল আসা মানেই আরও এক সিরিয়ালের ওপর নেমে আসে খাঁড়া। শোনা যাচ্ছে কম টিআরপির অভাবে এবার হতে চলেছে স্টার জলসার সিরিয়াল ‘বরণ'(Boron)। উল্লেখ্য এই সিরিয়ালের বয়স কিন্তু বেশি দিন নয়। গত বছরের ৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই নতুন সিরিয়াল। একেবারে নতুন মুখ, সুস্মিত মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পালকে নিয়ে শুরু হয়েছিল সিরিয়াল।

গোধূলি আলাপ,Godhuli Alap,কৌশিক সেন,Kaushik Sen,সোমু সরকার,Somu Sarkar,Time Slot,টাইম স্লট,New Serial,নতুন সিরিয়াল
এবার সেই জল্পনা কে সত্যি করেই ঘোষিত হল এই নতুন ধারাবাহিকের দিনক্ষণ। জানা যাচ্ছে আগামী ২১ মার্চ, থেকেই সোম থেকে রবি বিকেল সাড়ে ৫টা থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’ সিরিয়াল। সিরিয়ালে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে কৌশিক সেনের অভিনয় করা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে চারদিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥