• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গায়ের রঙের অহংকার! দেমাগী লাবণ্যর মুখে ঝামা ঘষে দিল মেয়ে, ভাইরাল অনুরাগের ছোঁয়া’র প্রমো

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন সকলে। আর দিনে দিনে সিরিয়াল প্রেমীদের মধ্যেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই গতবছর থেকেই একের পর এক নিত্যনতুন সিরিয়ালের পশরা নিয়ে হাজির হয়েছে বিনোদন মূলক চ্যানেল গুলি। এই তালিকায় রয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)।

নতুন এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’। এই সিরিয়ালের নায়িকা দীপা (Dipa) চরিত্রে যিনি অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। অন্যদিকে পেশায় ডাক্তার নায়ক সূর্যর (Surjo) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সিরিয়ালে দেখা যাচ্ছে দীপার গায়ের রঙ কালো। কিন্তু তার গুণ রয়েছে অনেক। তবে গায়ের রঙের জন্য কম শুনতে হয় না তাকে।

   

new serial Anurager Chowa Promo অনুরাগের ছোঁয়া নতুন সিরিয়ালের প্রমো
ছাড় মেলে না নিজের বাড়িতেও। উল্লেখ্য এই সিরিয়ালে দেখা যাচ্ছে, মা মরা দীপাকে তার বাবা ছাড়া কেউ বোঝে না। সৎ মায়ের দু চোখের বিষ সে। এছাড়া তার নিজের মেয়ে সৌমিলির গায়ের রঙ ফরসা হওয়ায় রূপের দারুন অহংকার তার। সবমিলিয়ে বাড়িতেও একপ্রকার কোনঠাসা হয়ে থাকে দীপা।

এই সৌমিলির সাথে সূর্যর বিয়ের ঠিক করেছে তার মা লাবণ্য (Labanya) । কালো চামড়ার মানুষদের সে একেবারে চোখে দেখতে পারে না। কালো মানুষদের মানুষ বলেই মনে করে না সে। তাই তাদের রীতিমতো ঘৃণা করে সে। নিজের ফর্সা রঙ নিয়ে সারাক্ষণ বড়াই করতে থাকে সে। এমনকি গায়ের রঙ নিয়ে এতটাই তার অহংকার যে নিজের নাতনির গায়ের রঙ কালো হওয়ায় তাকেও একেবারে সহ্য করতে পারে না লাবণ্য।

অনুরাগের ছোঁয়া,Anurager Chownwa,লাবণ্য,Labanya পালক,সূর্য,Surjo,দীপা,Dipa

দিনের পর দিন নিজের ছোট্ট একরত্তি মেয়ের প্রতি মায়ের এমন ব্যাবহার দেখার পর থেকে লাবণ্য কে আর মা বলে ডাকে না পালক (Palak)। তাকে মিসেস বলে সম্বোধন করে ভালোমতো বুঝিয়ে দেয় আসলে সমস্যা গায়ের কালো রঙ নয় সমস্যা হলেন তিনি নিজে। আসলে তার মনের ভিতরটাই অন্ধকার। এই বলে নিজেই মায়ের গালে মাটি লেপ্টে দেয় পালক। আর বলে যায় সে চায় কালো মেয়ে দীপার তার ছেলের বৌ হয়ে এসে তার অহংকার গুঁড়িয়ে দিক। এই পর্ব দারুন পছন্দ করেছেন দর্শকরা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

site