গত বছরেই অন্যতম চর্চিত রিয়ালিটি শো হল বিগ বস ওটিটির হাত ধরেই শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) বোন তথা অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty) এবং টেলিভিশন হার্টথ্রব রাকেশ বাপতের (Raqesh Bapat) প্রেমের কাহিনী। বিগ বসের ঘরে তাদের নজর কাড়া রসায়ন দেখে জুড়িয়েছিল দর্শকদের। এরপর রিয়ালিটি শোয়ের সেই সম্পর্ক গড়িয়েছে রিয়েল লাইফেও।
তাই বিগ বস শেষ হয়ে গেলেও মাঝ মধ্যেই একে অপরের সাথে সময় কাটাতে দেখা যায় তাদের। এছাড়া বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দুজনেরই যাতায়াত লেগেই থাকে দুজনের বাড়িতে। কিন্তু সম্পর্কে আসার কয়েক মাসের মধ্যেই চারদিকে ফিসফাস শোনা যাচ্ছে তাদের ভাঙনের। শোনা যাচ্ছে রাকেশ শমিতার বিচ্ছেদ গুঞ্জন।কিন্তু কয়েক মাসের মধ্যে এমন কি হল, যে একেবারে বিচ্ছেদ হয়ে গেল এই লাভ বার্ডসদের! উত্তর খুঁজছেন ভক্তরা।
কিছুদিন আগেও শোনা গিয়েছিল খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন রাকেশ শমিতা।তাদের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছে বলে জানা যায়।এরই মধ্যে শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদ গুঞ্জন। এপ্রসঙ্গে রাকেশ বাপাটের একটি ঘনিষ্ঠ সূত্রের খবর ‘তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। বনিবনাও হচ্ছে না।অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। তাই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
তবে এই গুজব রটার পর রাকেশ এবং শমিতা প্রকাশ্যেই নিজেদের মতামত জানিয়েছেন। গতকালই সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে তারা দুজনেই যৌথ বিবৃতি দিয়ে লিখেছেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে যা গুজব শুনবেন, তাতে কান দেবেন না। কোনও সত্যতা নেই। সকলকে ভালবাসা জানাই।’
প্রসঙ্গত ইতিপূর্বে রাকেশের সাথে জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধি ডোগরার বিয়ে হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ আট বছরের দাম্পত্যে ইতি টেনে ২০১৯ সালে অভিনেত্রী বিবাহ-বিচ্ছেদ হয়ে যায় তাদের। তবে বর্তমানে রাকেশ শমিতার সাথেই তার জীবন নতুন করে শুরু করতে চলেছেন।