একেবারে শুরুতেই বাজিমাত করেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)। একের পর এক ধামাকাদাড় এপিসোড দিয়ে ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছেন গাঁটছড়া সিরিয়ালের খড়ি চরিত্রের অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। বিনিময়ে দর্শকরাও মুড়ে দিয়েছেন অফুরন্ত ভালোবাসায়।
যার ফলে পরপর ৬ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের খেতাব নিজেদের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছে টিম গাঁটছড়া। প্রসঙ্গত প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আজই প্রকাশ্যে এসেছে টিআরপি তালিকা। সেখানে দেখা গিয়েছে এদিন ফের একবার দর্শকদের ভালোবাসায় বেঙ্গল টপারের শিরোপা পেয়েছে গাঁটছড়া সিরিয়াল।
সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখে চোখ ফেরাতে পারে না দর্শকরা। আর ইদানীং টিআরপি তালিকায় বিরাট রদবদল ঘটিয়ে এই সিরিয়ালকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন শহরের নামজাদা ব্যাবসায়ী পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে চূড়ান্ত নাটকীয় ভাবে বিয়ে হয়েছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে খড়ির।
শিবরাত্রির দিনেই ঋদ্ধির সামনে আসল সত্যিটা সামনে আনতে গিয়েও শেষ পর্যন্ত সবটা ভেস্তে দেয় রাহুল। কিন্তু রাহুলের মিথ্যে কথার জ্বালে ফের পা দেয় ঋদ্ধি। তাই চোখের সামনে দেখেও যথেষ্ট প্রমাণের অভাবে এখনও সে নিজের ভাই রাহুলকে পুরোপুরি অবিশ্বাস করতে পারছে না ঋদ্ধি। এরই মধ্যে সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। বাড়ি বয়ে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করার সম্বন্ধ এসেছে রাহুলের জন্য।
অন্যদিকে খড়ির দিদি দ্যুতি বারবার ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে রাহুলের। কারণ ওদিকে তার বিয়ের জন্য পাত্র ঠিক করেছে তার মা। এরপর দেখা যায় দেখা যায় আবার দ্যুতিকে ভুল বুঝিয়ে, খড়ির নামে সব দোষ চাপিয়ে তাকে বিয়ে করতে অস্বীকার করে পালিয়ে যায় রাহুল। এরপর দেখা যায় খড়ি টানতে টানতে দ্যুতিকে আনতে গেলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় দ্যুতি। তখনই ছুটে এসে বাইকের মুখে পড়া বৌকে বাঁচিয়ে দেয় ঋদ্ধি। এরপর মাঝ রাস্তাতেই শুরু হয়ে যায় তাদের রোম্যান্স।
View this post on Instagram