সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), নামটা শুনলেই নিমেষের মধ্যেই মনে পড়ে যায় ২০২০ সালের ১৪ ই জুন এক অভিশপ্ত রবিবারের দুপুরের কথা। ওই দিনেই মুম্বাইয়ের ফ্লাটে গলায় ফাঁস লাগানো বলিউড অভিনেতার (Bollywood Actor) নিথর দেহ দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। সেইসাথে সুশান্তের মৃত্যু তুলে দিয়ে গিয়েছিল বেশ প্রশ্ন। যার উত্তর আজও অধরা। তবে বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতার অকাল প্রয়াণ আজও ভোলেননি গোটা দেশবাসী।
তাঁর মৃত্যুতে দেশবাসী হারিয়েছে এক অসামান্য প্রতিভাধর অভিনেতা কে। কিন্তু মৃত্যুর পরেও তিনি সুশান্ত জীবিত রয়েছেন তাঁর ভক্তদের মনের মধ্যে। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি সুশান্তের মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহের কথা কমবেশি সকলেই জানেন। আজও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ বোলালেই প্রমাণ মিলবে তার। আর সুশান্তই একমাত্র ভারতীয় অভিনেতা যিনি চাঁদে জমি কিনেছিলেন। তবে এবার মৃত্যুর পর অন্যতম সেরা সম্মান পেতে চলেছেন এই জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
এবার সুশান্তকে সম্মান জানানোর কথা ঘোষণা করেছে খোদ আমেরিকার (America) লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল। গতকালই লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল তার অফিসিয়াল ওয়েব সাইটে এক ঘোষণার মাধ্যমে অভিনব উপায়ে সুশান্ত কে সম্মান জানানোর কথা ঘোষণা করেছে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২১ জানুয়ারি সুশান্তের ৩৭ তম জন্মবার্ষিকী (Birth Anniversary)। আর এই বিশেষ দিনটিকে প্রথমবারের মতো ‘সুশান্ত মুন’ হিসাবে উদযাপন করা হবে বলে জানানো হয়েছে লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল এর অফিসিয়াল ওয়েবসাইটে।
সুশান্ত মুন’ হিসাবে উদযাপন করা হবে। এদিন লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের তরফে বলা হয়েছে, ‘আমরা আশা করি ‘সুশান্ত মুন’ (Sushant Moon) একটি ঐতিহাসিক এবং বার্ষিক অনুষ্ঠান হয়ে উঠবে। তবে, প্রতি বছর সুশান্তের জন্মবার্ষিকী শুধুমাত্র অমাবস্যায় হওয়া উচিত নয়।’আর মজার বিষয় হল, পরের বছর, সুশান্তের জন্মবার্ষিকী পড়েছে একটি বিশেষ দিনে। আসলে এটি সেই সময় যখন চাঁদ পুরো বছরে পৃথিবী থেকে তার সবচেয়ে কাছের দূরত্বে থাকে। লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল আরও বলেছে যে ‘সুশান্ত মুন’ একটি বার্ষিক অনুষ্ঠান হতে পারে। এই খবর পাওয়া মাত্রই ব্যাপক উচ্ছাস চোখে পড়েছে সুশান্ত ভক্তদের মধ্যে।
প্রসঙ্গত সুশান্ত ২০১৮ সালে চাঁদে জমি কিনেছিলেন। জানা যায় চাঁদে তাঁর জমি রয়েছে ‘সি অফ মস্কোভি’-তে। এই জমিতে নজর রাখতে সুশান্ত একটি উন্নত টেলিস্কোপ 14LX00ও কিনেছিলেন। ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদে এই জমি কিনে সুশান্ত একথা ভক্তদের জানিয়েছিলেন। এছাড়া চাঁদ অবলম্বনে ‘চান্দা মামা দূর কে’ ছবিতে কাজ করার কথা ছিল তাঁর। ছবিটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তথ্য অনুযায়ী, সুশান্ত এই জন্য আমেরিকা গিয়েছিলেন এবং নাসার স্পেস প্রোগ্রামের টিমের সাথে কথাও বলেছিলেন।