দিনে দিনে দর্শকমহলে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। আর এখনকার সিরিয়ালে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারীকেন্দ্রিক চরিত্রগুলোকে। একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এমনই এক লড়াকু মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে কেন্দ্র করে কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘উমা’ (Uma)।
একঝাঁক তারকাখচিত এই সিরিয়ালে উর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। আর বড়লোক আচার্য বাড়ির ছেলে সিরিয়ালে এই অভিমন্যুর চরিত্রে অভিনয় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। সদ্য এই সিরিয়ালে এসেছে এক মোড় ঘোরানো পর্ব।
আলিয়ার ষড়যন্ত্রে ইতিমধ্যেই মিথ্যে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় ফেঁসে গিয়েছে উমা। অন্যদিকে সেসময় বড়সড় গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে অভি। তাই সেসময় সেও তার পাশে থাকতে পারেনি। কিন্তু অদ্ভুত ভাবে উমা ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার কথা জানানোর পর থেকেই উমার প্রতি বদলে গিয়েছে তার স্বামী অভির ব্যাবহারও। যা দেখে উমার মতোই বিশ্বাস করতে পারছেন না দর্শকরাও।
এরই মধ্যে দেখা যাচ্ছে এতদিন অভির পিসিমণি উমার বিরুদ্ধে কথা বললেও এখন একমাত্র সেই উমার পক্ষ নিয়ে কথা বলছে। অন্যদিকে আচার্য বাড়িতে এসে থেকেই সবাইকে সমানে উমার বিরুদ্ধে উস্কে চলেছে আলিয়া। আর অভির বাবাও অভিকে বলে তাড়াতাড়ি উমাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যাবস্থা করতে হবে।
আর একথা শুনেই অট্টহাসি হাসার মতো খিলখিলিয়ে হেসে ওঠে উমা। এমনিতে সিরিয়ালের নায়ক নায়িকাদের অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাতামাতির অন্ত নেই। আর এদিন উমার ওই হাসি দেখে সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয় ব্যাপক ট্রোলিং। কেউ লিখেছেন ‘উমার হাসি দেখে হাসতে ভুলে গেলাম।’ তো কেউ লিখেছেন ‘নায়িকা হাসলো নাকি জোকার?’