• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দোলের আগেই ঘরছাড়া সরকার পরিবার! শ্বাশুড়ীর বিয়ে মিটতেই উর্মি সামনে নতুন বিপদ

Published on:

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,Illeagal House,বেআইনি বাড়ি

সিরিয়াল প্রেমীদের কাছে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এই সিরিয়ালের গল্প শুরু থেকেই মন ছুঁয়েছে দর্শকদের। যার অন্যতম কারণ সাংসারিক কূটকচালি নয় বরং বাস্তব জীবনের আঙ্গিকে মোড়া নিখাদ বিনোদনে। তাই এই সিরিয়াল দেখে নিমেষে মন ভালো হয়ে যায় দর্শকদের।

তাই প্রতিদিন টিভির পর্দায় উর্মি সাত্যকির এই সিরিয়াল দেখতে বসে পড়েন সকলে। এমনিতে এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা কেউই এই সিরিয়ালের একটাও এপিসোড মিস করেন না। দিনে দিনে সিরিয়ালের চরিত্ররাই হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মানুষ। তাই এই সিরিয়ালের চরিত্রদের সাথে সহজেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,Illeagal House,বেআইনি বাড়ি

সিরিয়ালের নায়ক নায়িকা উর্মি সাত্যকির জুটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়। তবে শুধু নায়ক নায়িকা নয় এই সিরিয়ালে রয়েছে আরও একাধিক পছন্দের চরিত্র। কিছুদিন সিরিয়ালেই হয়েছে উর্মির শ্বশুর শ্বাশুড়ির বিয়ে। এরইমধ্যে আবার কথাবার্তা শুরু হয়েছে বাড়ির মিষ্টি মেয়ে মুমু আর মিস্টার কানের দুলের বিয়ে নিয়ে।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,Illeagal House,বেআইনি বাড়ি

ইতিমধ্যেই দেখা গিয়েছে সিরিয়ালে সুমনের বাড়ির লোকজনের অতি লোভী হাবভাব দেখে সবার সামনে উর্মি সত্যি কথা বলায় উর্মির প্রতি মুমুর সমস্ত ভালোবাসা এক নিমেষে উবে গিয়েছে।উল্টে সবার সামনে ‘অন্য কেউ’ বলে সম্বোধন করে সমস্ত অশান্তির দোষ তার ঘাড়ে চাপিয়ে যা নয় তাই বলে অপমান করে মুমু।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,Illeagal House,বেআইনি বাড়ি

এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনা হয়েছে সিরিয়ালের নতুন প্রোমো ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে,দোল নিয়ে সবে প্লানিং শুরু করেছে উর্মি। তখনই কিছু বাইরের লোক এসে জানিয়ে দেয় তাদের ওই বাড়ি বেআইনি, এরপরেই দেখা যায় গোটা সরকার পরিবারকে বাড়ির বাইরে বাইরে বের করে দেওয়া হয়। দোলের আগেই মাথা গোঁজার ছাদ টুকু হারিয়ে মহা বিপদের মুখে পড়ে যায় উর্মি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥