• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিতে দিয়ে জামা বেঁধে ঢাকা বক্ষদেশ, উরফি জাভেদের পোশাক দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের

Updated on:

Urfi Javed hillirious cutout dress photo viral

বিটাউনের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed)। অভিনয়ের জন্য নয় বরং অন্য কারণে সর্বদাই চর্চায় থাকেন তিনি। মূলত নিজের ড্রেসিং সেন্সর কারণেই বারবার শিরোনামে উঠে আসতে দেখা যায় অভিনেত্রীকে। কখনো অন্তর্বাস বের করা পোশাকে তো কখনো অন্তর্বাস ছাড়াই নাম মাত্র কাপড়ে হাজির হন অভিনেত্রী। স্বল্প কাপড়ের ফাঁকে উন্মুক্ত শরীরের ছবি ও ভিডিও নিমেষে ভাইরাল হতেই শুরু হয় ট্রোলিং।

বিগ বস OTT-এর প্রতিযোগী হিসাবেই প্রথমে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, লক্ষাধিক ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টাগ্রামে। নিজের অনুগামীদের প্রতিনিয়ত নতুনত্ব পোশাকে নানা ছবি ও ভিডিও উপহার দেন অভিনেত্রী। আর সম্প্রতি এক অভিনব পোশাকে দেখা গেল উরফি জাভেদকে। যেখানে ফিতে দিয়েই বাধা রয়েছে জামা।

Urfi Javed উর্ফি জাভেদ

জামার ভেতরে যে অন্তর্বাস নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে। জামার সামনে হোক বা পিছনে উভয় দিকেই ফিতে দিয়ে বাঁধা রয়েছে। এমন সাহসী পোশাকের ছবি ও ভিডিও কি আর ভাইরাল না হয়ে থাকে! পাপ্পারাৎজিরা তো বটেই অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই অভিনব পোশাকের ছবি ও ভিডিও। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।

Urfi Javed wired dress

ছবি দেখে নেটিজেনদের অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেছেন। তবে বরাবরের মত বেশ কিছু কটাক্ষও জুটেছে কমেন্ট বক্সে। তাঁর এমন জামা নিয়ে অনেকেই নোংরা মন্তব্য করেছেন। কারোর মতে, মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। তো কেউ বলেছেন, ফিতেটা খুলে গেলেই সব গেল। আবার একজন ছবি দেখে লিখেছেন, জুতোর ফিতে আর বেল্টতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

প্রসঙ্গত, নেটপাড়ায় প্রতিনিয়ত ট্রোলের শিকার হলেও সেসব নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী। সাক্ষাৎকারে তাকে ট্রোলিং  নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন শুনে উরফির সোজা জবাব, আমি তো খুলে দেখিও না সোশ্যাল মিডিয়াতে কে কি বলছে। যাঁরা বলছে বলুক তাতে আমার বয়েই গেল!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥