• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রোগা থেকে মোটা হয়ে শুনেছেন কটাক্ষ! নারীদিবসে নতুন সিনেমার প্রথম ঝলকে চমকে দিলেন ঋতাভরী

Published on:

ফাটাফাটি,Fatafati,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,আবির চ্যাটার্জী,Abir Chatterjee,নারীদিবস,Women's Day,টিজার মুক্তি,Teaser Out

প্রতিশ্রুতি মতোই ‘ফাটাফাটি’ (Fatafati) সিনেমা দিয়ে বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার রূপের জাদুতে মুগ্ধ গোটা বাংলা। তবে গত গতবছরেই শারীরিক অসুস্থতার কারণে ৮ মাসের মধ্যে পরপর ২ বার কঠিন অস্ত্রপচার হয়েছিল ঋতাভরীর শরীরে। যার অল্প দিনের মধ্যেই অস্বাভাবিক পরিবর্তন আসে অভিনেত্রীর শরীরে।

মেদহীন, ঝরঝরে ফিগার থেকে হঠাৎ করেই ওজন বেড়ে যায় অভিনেত্রীর। যার জেরে অসুস্থ শরীরেই একসময় নেটিজেনদের একাংশের ব্যাপক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সেইসাথে ছিল মানসিক অবসাদ। সব মিলিয়ে সে সময় এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। পুরনো সেই স্মৃতি হাতড়ে কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছিলেন অভিনেত্রী।

ফাটাফাটি,Fatafati,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,আবির চ্যাটার্জী,Abir Chatterjee,নারীদিবস,Women's Day,টিজার মুক্তি,Teaser Out

হাসপাতালের বিছানায় কাটানো মুহুর্তের দুটি ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন , ‘এই ছবিগুলো গত বছরের। কিন্তু এখনও কেউ যদি আমায় প্রশ্ন করে, কেমন আছো ঋতাভরী? আমি বুঝে উঠতে পারি না তার কী উত্তর দেব! দারুণ? সামান্য ভালো? ভালো? আমি মনে মনে এখনও বিশ্বাস করি, এক চেয়ে কঠিন সময় আমার জীবনে আর আসেনি। হ্যাঁ আমি এখন ভালো আছি। কিন্তু দীর্ঘ একটা সময় ধরে আমি ভালো ছিলাম না। সে সময় হাসপাতালে থাকাটা আমার অভ্যাস হয়ে গিয়েছিল।’

ফাটাফাটি,Fatafati,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,আবির চ্যাটার্জী,Abir Chatterjee,নারীদিবস,Women's Day,টিজার মুক্তি,Teaser Out

সেইসাথে অভিনেত্রী জানিয়েছিলেন ‘খুব তাড়াতাড়ি নতুন কিছু শুরু হবে। নতুন কাজের ঘোষণা আসছে।’ জানা গিয়েছিল খুব শিগগিরই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী। আর এই সিনেমায় তার এখন কার চেহারাই হতে চলেছে প্রধান ইউএসপি। আর নারী দিবসে নিজের সেই আসন্ন সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন ঋতাভরী। জানা যাচ্ছে এক প্লাস সাইজ মডেলের গল্প বলবে এই সিনেমা।

ফাটাফাটি,Fatafati,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,আবির চ্যাটার্জী,Abir Chatterjee,নারীদিবস,Women's Day,টিজার মুক্তি,Teaser Out

এদিন প্রকাশ্যে আসা সিনেমার টিজারে দেখা যাচ্ছে মুখ্য চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। এই টিজার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘এক প্লাস সাইজ মডেলের গল্প। আমার পরের ছবি ফাটাফাটি। চলুন আমাদের চারপাশে থাকা এই বাঁধাধরা চিন্তাভাবনা ভেঙে দেই যা বলে নারী শরীর ঠিক কীরকম হওয়া উচিত। এই নারীদিবসে উইনডোজের তরফ থেকে আপনাদের জন্য এক ‘ফাটাফাটি’ উপহার। নিজের শরীরকে ফাটাফাটিভাবে সেলিব্রেট করার ছবি ‘ফাটাফাটি’।’’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥