সিনেমার প্রয়োজনে যে কোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে সর্বক্ষণ মুখিয়ে থাকেন সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই। পর্দায় একেবারে নিখুঁতভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করে থাকেন সকলেই। সম্প্রতি সঞ্জয় বানশালি পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তির পর থেকে এই সিনেমায় বেশ্যার চরিত্রে আলিয়ার অভিনয় নিয়ে চারদিকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মুম্বাইয়ের মাফিয়া ক্যুইন তথা কামাঠিপুরার গণিকালয়ের প্রধান গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছিলেন আলিয়া। তার এক্সপ্রেশন, থেকে সংলাপ সর্বোপরি অভিনয় দেখে নড়েচড়ে বসেছেন অতি বড়ো সমালোচকরাও। তবে আলিয়াই প্রথম নন ইতিপূর্বে বেশাবৃত্তির প্রেক্ষাপটে তৈরি হওয়া একাধিক সিনেমায় অভিনয় করেছেন বলিউডের প্রথম সারির অনান্য নামজাদা অভিনেত্রীরাও। আজ এখানে এমনই ৫ জনপ্রিয় অভিনেত্রীর তালিকা দেওয়া হল।
১) ওয়াহিদা রহমান (Wahida Rahman)
এই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রেহমান। হিন্দি সিনেমা জগতে তিনিই হলেন প্রথম অভিনেত্রী যিনি প্রথমবার সিনেমার পর্দায় একজন পতিতার ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিয়াসা’ সিনেমায় গুলাবো নামে এক পতিতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিতেই বলিউডের নামজাদা অভিনেতা গুরু দত্তকে কবির ভূমিকায় দেখা গিয়েছিল। এই সিনেমায় ওয়াহিদা রেহমান পতিতাদের বাস্তব জীবনের কষ্টকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন।
২) শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকেও রুপোলি পর্দায় বেশ্যার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্নাকে ‘অমর প্রেম’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এবং একই সিনেমায় শর্মিলা ঠাকুরকে একজন বেশ্যার ভূমিকায় দেখা গিয়েছিল। প্রসঙ্গত এই সিনেমার জনপ্রিয় সংলাপ ‘পুষ্প আই হেট টিয়ার্স’-আজও শোনা যায় মানুষের মুখে মুখে।
৩) রেখা (Rekha)
বলিউডের এভারগ্রীন অভিনেত্রীদের তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি হলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। দুর্দান্ত অভিনয় এবং সৌন্দর্যের জন্য আজও সমান জনপ্রিয় তিনি। দীর্ঘ অভিনয় জীবনে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা উমরাও জান ছবিতে একজন পতিতার ভূমিকায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। আজও দর্শকমহলে এই সিনেমা সমান জনপ্রিয়।
৪) বিদ্যা বালান (Vidya Balan)
বলিউডের সুপরিচিত অভিনেত্রী বিদ্যা বালানের নাম ইন্ডাস্ট্রির অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিদ্যা বালান তার দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত। বলুন যে বিদ্যা বালান বেগম জান ছবিতে একজন পতিতার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই চরিত্রটির জন্য বিদ্যা বালানকে দর্শকরা খুব পছন্দ করেছিলেন।
৫) মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)
বলিউডের ধাক-ধাক গার্ল মাধুরী দীক্ষিত। সঞ্জয় লীলা বানসালির বিখ্যাত সিনেমা ‘দেবদাস’-এ চন্দ্রমুখী নামে বেশ্যার ভূমিকায় দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মাধুরী। জানা যায় এই ছবির একটি গানে নাচের সময় তিনি ২৫ কেজি ওজনের একটি ভারী লেহেঙ্গা পরে নাচ করেছিলেন। এমনকি সেসময় তিনি গর্ভবতীও ছিলেন বলে জানা যায়।