• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাচ্চা বয়সেই ব্রা-এ কমলালেবু ভরে বড়দের পার্টিতে! প্রীতি জিন্টার গোপন কীর্তি ফাঁস নেটপাড়ায়

বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। সিনেমার পর্দা থেকে খেলার ময়দান সর্বত্রই দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে সম্প্রতি অভিনেত্রীর এক অদ্ভুত কাণ্ডের কথা প্রকাশ্যে এসেছে যেটা শুনে প্রথমবার অনেকেই রীতিমত চমকে উঠেছেন। কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী, আর সন্তানদের প্রসঙ্গে নিজের ছোটবেলার গল্প বলতে গিয়েই এক গোপন সিক্রেট ফাঁস করেছেন তিনি। যা বর্তমানে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আসলে ছোটবেলায় সবাই কম বেশি দুষ্টুমি করেছে। তবে বড় হলে সেই সব কীর্তি মনে পড়লে অনেক  সময় হাসি পায় তো কখনো আবার লজ্জায় পরে যেতে হয়। আর প্রীতি জিন্টার ক্ষেত্রে নিজের ছোটবেলার কীর্তি মনে পড়তেই লজ্জায় পড়ে গিয়েছেন তিনি। কারণ অজান্তে যে কাজটি করেছিলেন তিনি সেটা বড় হয়ে যথেষ্ট হাস্যকর সেটা বেশ ভালোই বুঝতে পারছেন তিনি।

   

Preity Zinta in Red Dress

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার দুষ্টুমির কথা শেয়ার করছিলেন অভিনেত্রী। সেই সময়েই তিনি বলেন ছোটবেলায় বড়দের পার্টিতে ও ক্লাবে যেতে খুব ইচ্ছা করত তাঁর। কারণ সেখানে ১৮ বছরের নিচে যাওয়ার অনুমতি ছিল না, তাই স্বাভাবিকভাবেই বাচ্চামনে প্রশ্ন জগতে শুরু করে, কি এমন হয় সেখানে যে ছোটদের প্রবেশ নিষেধ? আর আসলেই সেখানে কি হতে পারে সেটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না তাঁর।

Preity Zinta Interview

কৌতূহলের বশে মাকে প্রশ্ন করেছিলেন প্রীতি, কেন ১৮ বছরের নিচে প্রবেশ নিষেধ লেখা থাকে? যদিও তার ঠিক উত্তর পান নি বলেই মনে হয়। এরপর নিজেই ফন্দি বের করেন কিভাবে ক্লাবে ঢোকা যাবে। এরপর মাথায় বুদ্ধি আসে প্রাপ্তবয়স্কদের মত সেজে গেলেই তো ঢুকতে পারা যাবে। ব্যাস যেমনি বুদ্ধি এল তেমনি সেটা বাস্তবে রূপায়ণ। যদিও শুধু স্তনবর হলেই যে বড় মনে হয় না সেটার ধারণা ছিল না ক্লাস ১২এ পড়া প্রীতির।

প্রাপ্তবয়স্ক সাজার জন্য মায়ের অন্তর্বাসের মধ্যে কমলালেবু ভরে নেন। তারপর নিজের পোশাক পরে অ্যাডাল্ট সেজে হাজির হন ক্লাবে। যদিও তাকে ক্লাবে ঢোকার সময় দারোয়ান বাধা দেবার চেষ্টা করেছিল। তবে পুরো আত্মবিশ্বাসের সাথে নিজেকে অষ্টাদশী বলে ঢুকে গিয়েছিলেন তিনি। এরর সেদিন ক্লাবে ঢুকতে পারলেও সেই খবর পৌঁছে গিয়েছিল অভিনেত্রীর মায়ের কানে। এরপর অবশ্য কি হয়েছিল সেটা আর জানা যায়নি। তবে অভিনেত্রীর ছোটবেলার এই কীর্তি প্রকাশ্যে আসতেই তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে।

site