আজ অর্থাৎ ৮ মার্চ বিশ্ব নারী দিবস (Womens Day) । তাই আজকের এই বিশেষ দিনটির উদযাপনে মেতে উঠেছে গোটা দুনিয়া। এমনিতে সারাবছরই মেয়েদের ক্ষমতায়নের নানা বিষয়ের ওপর দেওয়া পালন করা হয় বিশেষ কর্মসূচি। তবে আজকের দিনে দাঁড়িয়েও কথা ওঠে নারী পুরুষের সমান অধিকার নিয়ে। এছাড়া নারী নির্যাতন, বধূ নির্যাতন, এমনকি বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে নিস্তার মেলেনি আজও।
আজও আমাদের সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনই অসংখ্য উদাহরণ। যা সত্যিই আমাদের কাছে লজ্জার। তবে পাশাপাশি একথাও মানতেই হবে আজকের দিনে মেয়েরা কি না পারে! তথাকথিত পুরুষশাসিত পিতৃতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়েও কর্মজীবনের নানা ক্ষেত্রে একের পর এক বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলেছেন সকলে।
তাই সকলকে কুর্নিশ জানানোর ক্ষেত্রে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করে থাকেন। এই নারী দিবসের প্রাক্কালে সংবাদমাধ্যমে বিয়ের পর নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। তিনি জানান ‘রাজকে (Raj Chakraborty) বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর শুভশ্রীর শাশুড়ি মা বলেছিলেন, রাজ রান্নাঘরে ঢোকেন না। তাই শুভশ্রীও রান্নাঘরে ঢুকবেন না। শুভশ্রীর মনে হয়েছিল, এভাবেই তাঁর শাশুড়ি মা সংসারে সমতা আনলেন।’
শুভশ্রীর কথায় ‘উনি সবসময়েই আমাকে রাজের উপরে রাখেন। রাজ যদি কোন ছবির পরিচালনা শুরু করে উনি সবসময় আমায় বলে, তুমি কবে কাজ শুরু করছো। উনি যে আমার কাজকে কী ভালবাসেন তা বলে বোঝাতে পারব না। আমি অনলাইনে জিম করলেও উনি আমার পাশে বলে থাকেন । তারপর রাজ ফিরলে ওকে বলেন আজ ও যা যা করেছে ভাবতে পারবি না। ‘
নিজের পরিবার প্রসঙ্গে শুভশ্রী বলেন ‘আমি নিজে খুব প্রগতিশীল পরিবারে বড় হয়েছি। আমার মা কোনও দিন বলেননি বিয়ে করতে হবে। বলতেন নিজের পায়ে দাঁড়াতে হবে। ভাল কাজ করতে হবে। যৌথ পরিবার থেকে বিয়ের জন্য যখন বলা হত, মা সে সব কানে তুলতেন না। সৌভাগ্যক্রমে আমার শাশুড়িও ঠিক এই মানসিকতার। উনি যে আমার কাজকে কী ভালবাসেন তা বলে বোঝাতে পারব না। শুধু তাই নয়, ইউভানকেও (Yuvaan) উনি বলেন, তুই কিন্তু বড় হয়ে মায়ের মতো হবি। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। মায়ের প্রভাব রাজের উপর পড়েছে বলেই রাজ মেয়েদের অসম্ভব সম্মান করেন। রাজের কাছ থেকেই ইউভান শিখবে মেয়েদের সম্মান করা।’
Subhashree ganguly on international women’s day