• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্যুটিং এর ফাঁকে হাসি হাসি মুখে পপ গান ‘কালি কালি রাত মে’ দুর্দান্ত গেয়ে সকলকে চমকে দিলেন উচ্ছেবাবু!

এই মুহুর্তে বাংলার অন্যতম সেরা জুটি উচ্ছেবাবু আর তুফান মেল’। তাদের রসায়ন দেখতে রোজই টিভির সামনে ভিড় জমায় দর্শকেরা। গল্পের নায়িকা মিঠাই। সে মিষ্টির কারিগর। তার হাতে বানানো মনোহরা মিষ্টির কদর করেনি এমন কেউ নেই। অন্যদিকে ৫০ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসছে সিদ্ধেশ্বর মোদকের পরিবার। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন সৌমিতৃষা। অন্যদিকে মোদক বাড়ির গম্ভীর, মেজাজি ছেলে সিদ্ধার্থ ওরফে সিড এর ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy)।

যদিও পর্দার ওই গম্ভীর রাগী রাগী ছেলেটা কিন্তু এই মুহুর্তে এক্কেবারে দর্শকদের ঘরের ছেলে হয়ে উঠেছে। কেননা মিঠাইরানীর সাথে এখন তার গদগদ প্রেম। চুটিয়ে সংসারের পাশাপাশি বউয়ের খেয়ালও রাখছে আদৃত। এই উচ্ছেবাবুকে দেখবে বলেই তো দর্শকদের এত্ত অপেক্ষা।

   

আদৃত রায়,মিঠাই,উচ্ছেবাবু,সিদ্ধার্থ,গান,মেকাপ রুম,রিল,adrit roy songs,mithai,ucche babu,reel video

রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনাতেই বাংলা সিনেমার নায়ক হিসেবে সফর শুরু করেছিলেন আদৃত রায় (Adrit Roy)। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’। তারপর ‘প্রেম আমার ২’ ছবিতে হয়েছিলেন জয় চৌধুরী। দেবের ‘পাসওয়ার্ড’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদৃত। ‘পরিণীতা’য় ছিলেন আনন্দর ভূমিকায়। চারটি বাংলা ছবির পর এবার ছোটপর্দায় যাত্রা শুরু করছেন টলিপাড়ার নায়ক।

আদৃত রায়,মিঠাই,উচ্ছেবাবু,সিদ্ধার্থ,গান,মেকাপ রুম,রিল,adrit roy songs,mithai,ucche babu,reel video

তার অভিনয়ের দক্ষতা নিয়ে আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখেনা। কিন্তু অভিনেতার পাশাপাশি তিনি যে একজন দারুণ গায়কও তার প্রমাণ আগেও মিলেছে। শ্যুটিং এর ফাঁকে, বা কাজের মাঝে একটু আধটু সময় পেলেই বাস্তবের উচ্ছেবাবু বসে পড়েন গীটার নিয়ে টুংটাং করতে, অথবা খালি গলাতেই গুনগুন করে গেয়ে ওঠেন তিনি গান।

আদৃত রায়,মিঠাই,উচ্ছেবাবু,সিদ্ধার্থ,গান,মেকাপ রুম,রিল,adrit roy songs,mithai,ucche babu,reel video

সম্প্রতি আদৃতের গাওয়া আরও একটি গানের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, মিঠাইয়ের মেকাপ রুমে একেবারে উচ্ছেবাবুর সাজেই ‘কালি কালি রাত মে’ গাইছিলেন আদৃত। পাশে উপস্থিত ছিলেন ধারাবাহিকের সোম অর্থাৎ ধ্রুব সরকার। এছাড়াও ওই মেকাপরুমে সম্ভবত রাজীব এবং স্যান্ডিও উপস্থিত ছিল তাদের দেখা না গেলেও গলা পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

site