গত বছর থেকেই দেবের কেরিয়ার গ্রাফ উর্ধমুখী। আগের বছর পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘গোলন্দাজ’ (Golondazz) এবং তারপর বছর শেষে ক্রিসমাসের সময় দেবের জন্মদিনেই মুক্তি পায় তার আরও একটি ছবি ‘টনিক’, এবং এই ছবি বক্স অফিসে চূড়ান্ত হিট হয়েছে। এখনও বেশ কিছু হলে রমরমিয়ে চলছে দেবের এই ছবি। এই ছবিতে দীর্ঘদিন পর দেখা গিয়েছিল প্রবীণ অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়কে। এই ছবি দীর্ঘদিন ঝিমিয়ে পড়া টলিউড ইন্ডাস্ট্রিকে আবার চাঙ্গা করতে পেরেছিল, শুধু তাই নয় করোনা পরিস্থিতির পরে ছবি দেখতে হল মুখী হয়েছে অসংখ্য দর্শক।
এবার এই সব রেকর্ড ভেঙে আরও এক নতুন সুখবর দিলেন দেব। সোশ্যাল মিডিয়াতেই এই সুখবর দিয়ে তিনি মন ভালো করে দিয়েছে সকলের। সকলকে ধন্যবাদ জানিয়ে দেব লিখেছেন, সারা পৃথিবীতে সবথেকে বেশি বার দেখা ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম হয়ে উঠতে সক্ষম হয়েছে টনিক।
শুধু তাই নয় ওটিটি মাধ্যম জি ফাইভে (Zee 5) এসেও নয়া রেকর্ড গড়েছে টনিক। এমন সর্বভারতীয় ওটিটি মাধ্যমে বাংলা ছবির জয়জয়াকার দেখে উচ্ছ্বসিত দর্শকেরা। শুধু তাই নয় সবচেয়ে অবাক কান্ড হল, বলিউড ভাইজান সলমন খানের ছবি রাধেকেও এই মুহুর্তে টেক্কা দিচ্ছে টনিক।
গত বছরেই মুক্তি পেয়েছিল সলমন খানের ছবি ‘রাধে’। কথায় আছে ‘যত গর্জায়, তত বর্ষায় না’। একথটা বলিউডের ভাইজানের লাস্ট রিলিজের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য। দর্শকদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছিল এই সিনেমা। বহু প্রতীক্ষিত এই ছবিটি ছিল সালমান খানের ‘ওয়ান্টেড’ সিনেমার সিক্যুয়াল ‘রাধে : দ্যা মোস্ট ওয়ান্টেড’। তবে দর্শকদের দাবি ট্রেলর দেখে যতটা আশা করা হয়েছিল তার নাকি কিছুই নেই ছবিতে। ফের আরও একবার প্রমাণ হয়ে গেল রাধে ব্যর্থতা, কেননা ওটিটি মাধ্যম জি ফাইভে রাধের থেকেও বেশি বার দেখা হয়েছে টনিক।
Thanku everyone for making #Tonic highest viewed Indian film around the World on @ZEE5India
Happy Us ❤️ https://t.co/loyJN7mfZS
— Dev (@idevadhikari) March 5, 2022