• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই নয় অভিনয়, দুর্দান্ত গানও গাইতে পারেন! রইল রুকমার গলায় ‘ঊ আন্তাওয়া’ গানের ভাইরাল ভিডিও

Updated on:

Rooqma Ray,রুকমা রায়,সিরিয়ালের অভিনেত্রী,রুকমা রায়ের গানের ভিডিও,Oo Antawa,Rooqma Roy Singing

টেলিপাড়ার অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে ‘দেশের মাটি’ (Desher Mati) সিরিয়ালে মাম্পি চরিত্রে তার অভিনয় আলাদাই দাগ কেটেছে দর্শকদের মনে। দেশের মাটি সিরিয়াল শেষ হয়ে গেলেও অন্যান্য সিরিয়ালে ঠিকই দেখা মেলে অভিনেত্রীর। তবে শুধু অভিনয় নয়, গানের প্রতিভাও রয়েছে তাঁর। সম্প্রতি রুকমার  গানের প্রতিভার ভিডিও সামনে এসেছে।

আসলে টেলিভিশনের জনপ্রিয়ত তারকা থেকে টলিউডে সেলিব্রিটিরা অনেক সময়েই স্টেজ শো করে থাকেন বিভিন্ন জায়গায়। যেখানে ভক্তদের সাথে দেখা হওয়ার পাশাপাশি নাচে গানে তাদের সাথে বেশ কিছুটা সময় কাটানো যায়। আর এবার এমনই এক অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল টেলি অভিনেত্রী রুকমা রায়কে। যেখানে দুর্দান্ত গান গেয়ে শুনিয়েছেন তিনি।

Rooqma Ray,রুকমা রায়,সিরিয়ালের অভিনেত্রী,রুকমা রায়ের গানের ভিডিও,Oo Antawa,Rooqma Roy Singing

কোন গান গেয়ে শোনালেন অভিনেত্রী? তাহলে বলি, কিছুদিন আগেই রিলিজ হয়েছে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’। সেই ছবির সুপারহিট আইটেম গান ‘ঊ আন্তাওয়া’ (Oo Antava) গেয়ে শোনালেন রুকমা। একে ভাইরাল গান তারপর অভিনেত্রীর গলা। সব মিলিয়ে জমে গিয়েছে পারফর্মেন্স আর সেই পারফর্মেন্সের ভিডিও নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনরা ভাইরাল ভিডিওটি দেখে প্রশংসা করেছেন অভিনেত্রীর গানের গলার।

Rookma Ray singing Oo antawa

গানটি বাংলা বা হিন্দি না হলেও হাতের ফোন থেকে দেখে দেখি নির্ভুলভাবে গানটিকে গেয়ে শুনিয়েছেন অভিনেত্রী।  যে কারণে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘গানটা কিন্তু যথেষ্ট কঠিন। তবুও দারুন ভালো গেয়েছেন’।  এদিন রুকমাকে দেখার জন্য বিশাল ভিড় জমেছিল অনুষ্ঠানে। আর অভিনেত্রীর গানের সাথে একেবারে জমজমাট হয়ে গিয়েছে সন্ধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এই প্রথমবার নিজের গান দিয়ে দর্শকদের মুগ্ধ করলেন না রুকমা। এর আগেও সুপার সিঙ্গার জুনিয়রের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব সামলানোর সময় গান গেয়ে মুগ্ধ করেছিলেন সকলকে। সেই সময় কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, জিৎ গাঙ্গুলী সকলেই অভিনেত্রীর গানের গলার প্রশংসা করেছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥