• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিস ইউনিভার্স হয়েও বয়স হয়েছে বলে মেলেনা কাজ! বলিউড নিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন

Published on:

Sushmita Sen,সুস্মিতা সেন,Web Series,ওয়েব সিরিজ,Bollywood,বলিউড

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। ১৯৯৪ সালে তার হাত ধরেই প্রথমবার ভারতের মুকুটে ‘মিস ইউনিভার্স'(Miss Universe)-এর শিরোপা জুড়েছিল। তিনিই প্রথম ভারতীয় যিনি মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন। তার ঠিক ২ বছর পরেই ১৯৯৬ সালে দস্তক সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন এই বঙ্গ তনয়া। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের।

তার অভিনয় বিটাউনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। এভাবেই ইন্ডাস্ট্রিতে ক্রমশ জাঁকিয়ে বসেছিলেন সুস্মিতা। নিজ অভিনয় গুণে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে পেয়েছেন একাধিক পুরস্কারও। তবে একসময় বিরাট সাফল্য পেলেও একটা সময়ের পর কার্যত ইন্ডাস্ট্রিতে একপ্রকার বাদের খাতায় পড়ে যান সুস্মিতা।

সুস্মিতা সেন Sushmita Sen

২০১০ সালে ফারদিন খানের বিপরীতে ‘দুলহা মিল গয়া’ সিনেমায় শেষ বারের মতো দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই সিনেমায় ফারদিন খানের সাথে একটি দৃশ্যে শাহরুখ খানের স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। এর পর প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে বড়পর্দা থেকে একপ্রকার উধাও হয়ে যান সুস্মিতা।বছর খানেক আগে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কামব্যাক করেন সুস্মিতা।

তবে সুযোগ মিলল না বড়পর্দায়, সুস্মিতাকে দেখা গেল ওটিটি প্ল্যাটফর্মের এক জনপ্রিয় ওয়েব সিরিজে ‘আর্যা’ (Arya)। সম্প্রতি, এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে বড়পর্দা থেকে এই লম্বা বিরতি নেওয়ার কারণ হিসেবে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেখানে বেশ কিছুটা অভিমানের সুর ঝরে পড়ল অভিনেত্রীর গলা দিয়ে। এদিন সুস্মিতা জানান এতদিন তিনি বলিউড থেকে একাধিক সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেলেও সেগুলো মোটেই তার পছন্দের ছিল না। তাই বাধ্য হয়েই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

Sushmita Sen,সুস্মিতা সেন,Web Series,ওয়েব সিরিজ,Bollywood,বলিউড

সুস্মিতার কথায়, ‘ অভিনয় থেকে যে ১০ বছরের যে বিরতি নিয়েছিলাম, সেই সময়ে নিজের জীবনের লক্ষ্যগুলো আরও ভালোভাবে বুঝতে পেরেছিলাম। নিজের কাছে আরও স্পষ্ট হয়েছিল কেরিয়ার ও জীবনে থেকে ঠিক কী কী আমি চাই এবং চাই না। বড়পর্দায় ভালো চরিত্রে প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আমার বয়স অবশ্যই একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে আরও একটি কথা এক্ষেত্রে রয়েছে, যা সমান গুরুত্বপূর্ণ। কাজ পাওয়ার জন্য আসলে আমি ছোটাছুটি করতে পারি না। মানে মুখ ফুটে কারও কাছে কাজ চাওয়ার ব্যাপারে ঘোর অনিচ্ছা কাজ করে আমার। কীভাবে কাজ চাইতে হয়, সেই ব্যাপারটি আমার প্রায় অজানা। বলতে চাইছি নিজে থেকে কাজ চাওয়ার ব্যাপারে আমি খুবই কাঁচা একজন মানুষ।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥