বাংলা টেলিভিশনের সত্যি করে লড়াকু, সাহসী ও শক্তিশালী মনের অধিকারী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। অভিনেত্রীর প্রশংসায় এই কথাগুলোই বললেন দিদি নং ১ (Didi No 1) এর সঞ্চালিকা রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। কারণ একবার নয় দুই বার মরণ রোগ ক্যান্সারের সাথে যুদ্ধ করে আজও হাসি মুখেই হাজির হয়েছে ঐন্দ্রিলা। তাঁর কাহিনী সত্যিই অনুপ্রেরণা দেবার মত, আর অদম্য ইচ্ছাশক্তি কুর্নিশের যোগ্য।
কিছুদিন আগেই শুরু হয়েছে দিদি নং ১ এর নবম সিজেন। ধামাকাদার ভাবে শুরু হয়েছে নতুন সিজেনের, বিশাল শপিং মল থেকে টাকার গাছ অনেক কিছুই পাল্টেছে দিদি নং ১ এর সেটে। তবে পরিবর্তন হয়ে আগের থেকে আরও বেশি আকর্ষণীয় হয়ে গিয়েছে দিদি নং ১। সম্প্রতি দিদি নং ১ এর মঞ্চে প্রতিযোগী হিসাবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রীই ঐন্দ্রিলা শর্মা।
এদিন নিজের জীবনের চরম কষ্টের সময়ের কথা রচনা ব্যানার্জীর সাথে শেয়ার করে নিয়েছেন ঐন্দ্রিলা। রচনা অভিনেত্রীকে প্রশ্ন করেন, কিভাবে দ্বিতীয়বার ক্যান্সার কিভাবে হয় ও কি করে বুঝতে পৰ যায়? যার উত্তরে ঐন্দ্রিলা জানান, ‘শুরুটা ছিল ২০১৫ সালে, তখন প্রথমবার ক্যান্সার ধরা পরে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থও হয়ে উঠি, কিন্তু ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি হটাৎ করেই কাঁধে প্রচন্ড যন্ত্রনা শুরু হয়। দিল্লিতে গেলে আবারও ‘ক্যান্সার’ ধরা পরে’।
ঐন্দ্রিলার মতে, ‘এটা মেনে নেওয়াটাও আমার কাছে অনেক কষ্টের ছিল। কারণ একবার হওয়ায় জানি যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। ডাক্তারের জানান অপারেশন করতে হবে তবে তাতে রিক্স আছে। এক মিনিটও সময় না নিয়ে রাজি হয়ে যাই। তারপর অপারেশন হন, অপারেশনের পর যখন চোখ খুলি তখন চারিদিকে খুব সাদা আলো দেখতে পাই। আমি একমুহূর্তের জন্য ভেবেছিলাম, আমি বেঁচে আছি তো?’
ঐন্দ্রিলার এই কথা শুনতে শুনতেই চোখে জল চলে এসেছে রচনা ব্যানার্জীর। তবে তাঁর মতে, অপারেশনের আগে অনেক দিদি নং ১ এর এপিসোড দেখেছিলাম অনেকে আরও বেশি কষ্ট নিয়েও বেঁচে আছে, তাঁরা যদি পারে তাহলে আমিও পারবো। সেই থেকেই মনের জোর পেয়েছিলেন তিনি। এরপর অবশ্য তাঁর সর্বদা সাথী সব্যসাচী চৌধুরীর কথাও জিজ্ঞাসা করেন রচনা। তখন ঐন্দ্রিলা জানান, একটা আলাদা শান্তি পাওয়া যায় সব্যসাচী পাশে থাকলে। দীর্ঘ চিকিৎসার সময় শারীরিক কষ্ট হয়তো হয়েছে, তবে মানসিক কষ্ট পেতে দেয়নি সব্যসাচী।
এসবের পর রচনা হাসিমুখে অভিনেত্রীর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানান। আর জিজ্ঞাসা করেন কবে আবারো টেলিভিশনের পর্দায় দেখা যাবে ঐন্দ্রিলাকে ? এর উত্তরে অভিনেত্রী জানান, দিদি নং ১ দিয়েই শুরু হল। খুব শীঘ্রই আবারও পর্দায় দেখা যাবে তাকে।