বলিউডের পাশাপাশি এইমুহূর্তে দক্ষিণী ছবির জনপ্রিয়তাও সারা দেশ জুড়েই বৃদ্ধি পাচ্ছে। সেকারণেই সাউথের অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কেও দর্শকদের আগ্রহের শেষ নেই। তেমনই জনপ্রিয় বাহুবলী খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhash)। তাঁর আসল নাম ভেঙ্কটা সত্যনারায়ণ প্রভাস রাজু উৎপ্লাপতি। যদিও এই নামটা অনেকেই জানেন না। লক্ষ লক্ষ মানুষ প্রভাসের অভিনয়ের জন্য পাগল। বাহুবলী এবং বাহুবলীর সিকোয়েল দেখার পর আসমুদ্রহিমাচল অসংখ্য তরুণীদের মনে ঝড় তুলেছিলেন প্রভাস। বাহুবলী বলতে অজ্ঞান ছিল সকলে।
উল্লেখ্য ‘বাহুবলী’ ভারতীয় সিনেমার অন্যতম বড় বাজেটের ছবি। এছাড়াও ভারতীয় চলচ্চিত্রের একাধিক রেকর্ড ভেঙে ফেলেছে সিনেমাটি। প্রভাস, মূলত অ্যাকশন হিরো হিসাবে পরিচিত হলেও বাস্তব জীবনে অনেক শান্ত মানুষ। তবে নিজের সিনেমা নিয়ে বরাবরই ভীষণ প্রফেশনাল অভিনেতা। ইতিপূর্বে একাধিকবার প্রমাণিত হয়েছে একথা।
বর্তমানে অভিনেতার বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে শ্যাম ‘ মুক্তির অপেক্ষায়। এই ছবির প্রসঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েই একটি সাক্ষাৎকারে প্রভাস জানান ,” কমার্শিয়াল ছবিতে তও ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলা যায় , কিন্ত প্রেমের ছবিতে কখনোই ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলা সম্ভব নয়। তাই আমি জামা খোলার সময় বা চুম্বনের দৃশ্যে শট দেওয়ার আগে চারপাশে দেখে নেন কতজন লোক রয়েছেন। ”
View this post on Instagram
‘রাধে শ্যাম ‘ ছবিতে একজন জ্যোতিষীর ভূমিকায় অভিনয় করছেন , তার চরিত্রের নাম বিক্রমাদিত্য। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে প্রভাসের এই ছবির টিজার , সেখানেই দেখা গিয়েছে বিক্রমাদিত্য সকলের জীবনটাই নিমেষে পড়ে ফেলতে পারে। নিজের মনের মানুষের মন কতটা পড়তে পারবে এই জ্যোতিষী সেটার এখন দেখার। গত বছর ৪১ এ পা দিয়েছেন অভিনেতা।এই মুহূর্তে প্রভাস হলেন ভারতীয় সিনেমার মোস্ট এলিজিবল ব্যাচেলার।