স্যান্ডি সাহা (Sandy Saha) নামটা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বেশ পপুলার। টেন্ডিংয়ে বা শিরোনামে কি করে থাকতে হয় সেটা বেশ ভালোই জানা রয়েছে স্যান্ডির। তাই ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ভাইরাল হতেই ‘স্যান্ডিবাঈ কাথিয়াওয়াড়ি’ (Sandybai Kathiawadi) অবতারে হাজির স্যান্ডি। আলিয়া ভাটের ছবি ‘গাঙ্গুবাঈ’ ভালোই সফলতা পেয়েছে বক্স অফিসে। শীঘ্রই ছুঁতে চলেছে ১০০ কোটির আয়, এবার নেটপাড়ায় পপুলার গাঙ্গুবাঈয়ের নকল করে স্যান্ডিবাঈ সেজে হাজির হল স্যান্ডি।
আসলে সোশ্যাল মিডিয়াতে মজার সমস্ত কান্ডকারখানা করে থাকে স্যান্ডি। যখন যেটা ট্রেন্ড চলে সে সাজে হাজির হতে দেখা যায় তাকে। বাংলার ইউটিউবার হিসাবেও বেশ জনপ্রিয়তা রয়েছে স্যান্ডির। কিছুদিন আগে যখন কাঁচা বাদাম প্রথম ভাইরাল হতে শুরু করে তখন সর্বাঙ্গে বাদাম গুঁজে দেখা গিয়েছিল স্যান্ডি সাহাকে। কাঁচা বাদাম সাজে সেই লুক ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।
তবে বর্তমানে ‘কাঁচা বাদাম’ ট্রেন্ডে থাকলেও গাঙ্গুবাঈ নিয়ে চর্চা তুঙ্গে। তাই এবার আলিয়া ভাটকে টেক্কা দিতে গাঙ্গুবাঈয়ের বদলে স্যান্ডিবাঈ সেজে হাজির স্যান্ডি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে সাদা সারি, ঠোঁটে লাল লিপস্টিক আর মাথায় বড় লাল টিপ দিয়ে সাদা শাড়ি ও সাদা ফুল হাতা ব্লাউজ পরে দেখা যাচ্ছে স্যান্ডিকে। মোট দুটি ছবি শেয়ার করেছে স্যান্ডি, যার একটি সেলফি ও অন্যটি সম্পূর্ণ সাজের ছবি।
ছবির ক্যাপশনে রয়েছে, ‘আসছে স্যান্ডিবাই কাথিয়াওয়াড়ি’। আর ছবি শেয়ার করে প্রথম কমেন্টেই নেটিজেনদের কাছে স্যান্ডির প্রশ্ন, ‘আমাকে আলিয়া ভাট এর থেকেও হট লাগছে না? সত্যি বলো? ‘ চোখের পলকে স্যান্ডির এই স্যান্ডিবাঈ অবতার ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। কয়েক মিনিটের মধ্যেই ১০ হাজারেরও বেশি লাইক পরে গিয়েছে। কয়েকশো পেরিয়েছে শেয়ার আর সাথে অজস্র কমেন্ট শুরু হয়ে গিয়েছে।
প্রতিবারের মত এবারেও অনেকে প্রশংসা করেছেন তার সাহসী এই সাজের। কেউ খিল্লি করেছে তো কেউ আবার কটাক্ষ করে কুরুচিকর মন্তব্য করেছে। তবে সে সবে খুব একটা কান দিতে নারাজ স্যান্ডি। তবে নেটিজেনদের একজনের মতে, ‘তোমায় নাইটিতে আলিয়ার থেকেও বেশি সুন্দর লাগে।’এই মন্তব্যের উত্তরে অবশ্য স্যান্ডি রিপ্লাই দিয়েছে, ‘সত্যি বলছো