মৃত সৌমিত্র বাবুকেই পর্দায় হেঁটে চলে দেখতে পাবেন দর্শকেরা, অপেক্কগা আর মাত্র কিছু দিনের। প্রায় দেড় বছর হতে চলল অভিভাবক হারা হয়েছে টলিপাড়া। আজও ফেলুদা পড়তে বসলেই আমরা চেতনায় দেখতে পাই সৌমিত্র বাবুকেই।জীবন সংগ্রামে লড়ে চলা সেই অক্লান্ত অপু আজও বল জোগায় বেকার যুবকদের বুকে। হীরক রাজাদের গদি একাই টলিয়ে দিতে পারে উদয়ন পন্ডিতেরা। কিন্তু পথের খোঁজ না পেয়ে গত ১৫ নভেম্বর ‘তিন ভুবনের পারেই’ চলে যান সৌমিত্র চট্টোপাধ্যায়।
২০২০ অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে। আর বছরের শেষে এসে কেড়ে নিয়েছে বাংলার অন্যতম মূল্যবান প্রিয় মানুষটিকেও। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবলমাত্র একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একাধারে কবি, গায়ক, নাট্যকার সর্বোপরি একজন সত্যিকারের মানুষ। তাই ‘বেলাশেষে’ বাঙালি মননে আজও ‘অপরাজিত’ ‘অপু’।
সৌমিত্র বাবুকে বড় পর্দায় দেখতে না পাওয়ার শোক থেকে আজও বেরোতে পারেনি বাঙালি। তবে এবার বোধ হয় সেই শোকে খানিক মলম লাগাতে পারবেন দর্শকেরা। শেষ বারের মতো সাধ মিটিয়ে দেখে নিতে পারবেন তারা। পর্দায় মুক্তির অপেক্ষায় দিন গুনছে সৌমিত্র চ্যাটার্জির শেষ ছবি ‘বেলা শুরু’। জানা যাচ্ছে, আগামী ২০ শে মে মুক্তি পাবে আসন্ন ছবিটি।
এই ছবিতে সৌমিত্র চ্যাটার্জির পাশাপাশি দেখা মিলবে টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর ও। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘বেলা শুরু’ ছবিতে ঋতুর ফার্স্ট লুক। প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ‘বেলা শেষে’ ছবিতে বড়মাপের অভিনেতাদের সাথে একত্রে কাজ করেছিলেন ঋতুপর্ণা। ২০১৫ সালের ১লা মে মুক্তি পাওয়া ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্যদের মত অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছিলেন অভিনেত্রী। এছাড়াও ছবিতে ছিলেন খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রানী দত্ত, সোহিনী সেনগুপ্ত ও মোনামী ঘোষের মত অভিনেতা অভিনেত্রীরা।
‘বেলা শুরু’ সিনেমার প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ ইতিমধ্যেই ছবির প্রচার সংক্রান্ত বিভিন্ন কাজ শুরু করে দিয়েছে। কিন্তু বলাই বাহুল্য এই ছবির জন্য আলাদা করে আর প্রচারের দরকার নেই। কেননা দুই কিংবদন্তি প্রয়াত অভিনেতা অভিনেত্রী স্বাতীলেখা এবং সৌমিত্রকে শেষ বারের মত বড় পর্দায় দেখার সুযোগ কোনোওভাবেই মিস করবেনা বাঙালি দর্শক।