সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মধ্যেই এখন ভার্চুয়াল জগতে ভাইরাল হয়ে থাকে সেলিব্রেটিদের একাধিক ছবি। আর পছন্দের নায়ক নায়িকাদের অদেখা সব ছবি দেখে নিমেষে মন ভালো হয়ে যায় নেটিজেনদের। বিশেষ করে তারকাদের ছোটো বেলার ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের প্রথম সারির এক অভিনেত্রীর ছবি। সেই ছবি দেখে আভাস পেলেও নাগাল পাচ্ছে না অনেকেই। কিছুতেই বুঝতে পারছেন না কে এই অভিনেত্রী।
তাহলে একটু ক্লু দিয়েই দেখা যাক। ফিল্ম ক্যামেরায় তোলা সাদা কালো ছবির এই ছোট্ট একরত্তি হলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী। আচ্ছা আরও একটু খোলসা করা যাক মিস ইন্ডিয়ার খেতাব জয়ী এই অভিনেত্রী বলিউডে তার প্রথম সিনেমায় আমির খানের (Amir Khan) সাথে জুটি বেঁধে ছিলেন। তাও বোঝা গেল না! তাহলে লাস্ট আর একটা ক্লু বলেই দিই। শাহরুখ খানের (Shahrukh Khan) সাথেই এই অভিনেত্রীর আইপিএল টিম আছে। এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন সকলে।
হ্যাঁ ঠিকই ধরেছেন এই অভিনেত্রী আর কেউ নন তিনি হলেন বলিউডের অন্যতম এভারগ্রীন নায়িকা জুহি চাওলা (Juhi Chawla)। ইন্ডাস্ট্রিতে বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রীদের মধ্যে জুহি অন্যতম। বলিউডের (Bollywood) একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর পাশাপাশি তিনি হলেন একজন সফল মডেল, ডিরেক্টর এবং প্রোডিউসার।
প্রসঙ্গত নিজের দীর্ঘ অভিনয় জীবনে জুহি মোট ৫০ টি সিনেমায় অভিনয় করেছেন। তবে বিগত কয়েক বছর ধরে অভিনয় জগৎ থেকে নিজেকে দূরেই রেখেছেন অভিনেত্রী। জানা যায় মধ্যবিত্ত পরিবারের মেয়ে জুহির ছোটো থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। তাই পড়াশোনা শেষ করেই নিজের স্বপ্ন করতে মডেলিং শুরু করেন জুহি। এরপর ১৯৮৪ সালে তিনি মিস ইন্ডিয়া (Miss India) বিউটি কনটেস্টের শিরোপা জেতেন।
তারপর সেখান থেকে ধীরে ধীরে প্রবেশ করেন অভিনয়ে। তার প্রথম ছবি আমির খানের বিপরীতে কায়ামত সে কায়ামত তাক। প্রথম ছবিতেই বাজিমাত করেন জুহি। সে সময় আমির খানের সাথে তার জুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। উল্লেখ্য জানা যায় প্রথমদিকে শাহরুখের সঙ্গে অভিনয় করতে নারাজ ছিলেন না জুহি। তার চেহারা দেখে একেবারেই পছন্দ হয়নি অভিনেত্রীর। যদিও পরে শাহরুখের সঙ্গে জুহির জুটি সবথেকে বেশি পছন্দ করেছিলেন দর্শক।