• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শান্তনু থেকে রুবিনা দিলাইক! চলতি বছরেই বলিউডে পা রাখছেন এই ৫ জনপ্রিয় টেলি তারকা

ইন্ডাস্ট্রিতে বিখ্যাত তারকাদের মধ্যে এমন অনেক ভুরি ভুরি উদাহরণ আছে যারা, ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও এখন নিজ গুণে কাঁপাচ্ছেন গোটা বলিউড। তাদের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান। তার মতোই প্রতি বছর বছর বিটাউনে এন্ট্রি নিয়ে থাকেনএক ঝাঁক টেলি তারকা। তেমনই এবছর বলিউডে পা রাখতে চলেছেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির ৫ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। আজ এখানে দেওয়া হল তাদের নামের তালিকা।

১) শান্তনু মহেশ্বরী (Shantanu Maheshwari)

   

শান্তনু মহেশ্বরী,Shantanu Maheshwari,পার্থ সামথান,Parth Samthaan,লক্ষ লালওয়ানি,Laksh Lalwani,রুবিনা দিলাইক,Rubina Dilaik,অবনীত কৌর,Avneet Kaur
এই তালিকায় প্রথমেই রয়েছেন টেলিভিশন হার্টথ্রব শান্তনু মহেশ্বরী। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির হাত ধরেই সদ্য বলিউডে হাতেখড়ি হয়েছে তার। প্রথম ছবিতেই আলিয়া ভাটের বীপরীতে তার অভিনয় নজর কেড়েছে সিনেমা প্রেমীদের। উল্লেখ্য এই সিনেমার আগে শান্তনু ‘পেয়ার তুনে কেয়া কিয়া’, ‘দিল দোস্তি ডান্স’ এবং ‘ঝলক দিখলা জা’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন।

২) পার্থ সামথান (Parth Samthaan)

শান্তনু মহেশ্বরী,Shantanu Maheshwari,পার্থ সামথান,Parth Samthaan,লক্ষ লালওয়ানি,Laksh Lalwani,রুবিনা দিলাইক,Rubina Dilaik,অবনীত কৌর,Avneet Kaur

টেলিভিশন জগতে অভিনেতা পার্থ সামথানের জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। দেশজুড়ে অসংখ্য অনুরাগী রয়েছে তার। ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়ান’ দিয়ে কেরিয়ার শুরুর পর ‘কসৌটি জিন্দেগি কি ২’, এবং ‘পেয়ার তুনে কেয়া কিয়া’-এর মতো শোতে কাজ করেছেন তিনি।এবার খুব শিগগিরই ‘ঘুড়ছড়ি’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেতার। এই রোমান্টিক কমেডিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্ত এবং রাভিনা ট্যান্ডনকে।

৩) লক্ষ লালওয়ানি (Laksh Lalwani)

শান্তনু মহেশ্বরী,Shantanu Maheshwari,পার্থ সামথান,Parth Samthaan,লক্ষ লালওয়ানি,Laksh Lalwani,রুবিনা দিলাইক,Rubina Dilaik,অবনীত কৌর,Avneet Kaur
ভারতীয় টেলিভিশন জগতের আরও এক জনপ্রিয় টিভি অভিনেতা হলেন লক্ষ লালওয়ানি। ‘পোরাস’ এবং ‘পরদেস মে হ্যায় মেরা দিল’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এবার খুব শিগগিরই ধর্মা প্রোডাকশনের বহু প্রতীক্ষিত সিক্যুয়েলে ‘দোস্তানা ২’-এর মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি।

৪) রুবিনা দিলাইক (Rubina Dilaik)

শান্তনু মহেশ্বরী,Shantanu Maheshwari,পার্থ সামথান,Parth Samthaan,লক্ষ লালওয়ানি,Laksh Lalwani,রুবিনা দিলাইক,Rubina Dilaik,অবনীত কৌর,Avneet Kaur

জি টিভির বিখ্যাত ধারাবাহিক ‘ছোটি বহু’-র রাধিকা হিসাবেই অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী রুবিনা দিলাইক। এরপর ‘শক্তি-অস্তিত্ব কে এহসাস কি’-তে সৌম্য সিং-এর ভূমিকা থেকে ‘বিগ বস ১৪’র বিজেতা হয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন।আগামীদিনে পলাশ মুছালের সিনেমা ‘অর্ধ’-এর হাত ধরে বলিউডে পা রাখবেন অভিনেত্রী।

৫) অবনীত কৌর (Avneet Kaur)

শান্তনু মহেশ্বরী,Shantanu Maheshwari,পার্থ সামথান,Parth Samthaan,লক্ষ লালওয়ানি,Laksh Lalwani,রুবিনা দিলাইক,Rubina Dilaik,অবনীত কৌর,Avneet Kaur

টিকু ওয়েডস শেরু ছবিতে, জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন অবনীত কৌর। এই সিনেমার প্রযোজনা করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘ড্যান্স ইন্ডিয়া ডান্স লি’ল মাস্টার্স’, ‘এক মুত্তি আসমান’ এবং ‘আলাদিন – নাম তো সুনা হোগা’-এর মতো শোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

site