করোনার পর ফের একবার ত্রাতা হয়ে ধরা দিলেন বাস্তবের সুপারহিরো তথা অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। রুশ বনাম ইউক্রেনের (Ukrine) বিধ্বংসী যুদ্ধে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। যুদ্ধবাজদের হস্তক্ষেপে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। বোমা গুলির শব্দে থেকে থেকে কেঁপে উঠছে যুদ্ধ বিধ্বস্ত এলাকার বাসিন্দারা। এই ভয়াবহ পরিস্থিতি থেকে কোনোমতে বেঁচে ফিরতে,আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অসংখ্য প্রবাসী ভারতীয়রাও।
অনান্য দেশের নাগরিকদের মতোই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছেন আমাদের ভারতবর্ষের অসংখ্য পড়ুয়া। এবার তাদের সকলকেই ঘরে ফেরানোর দায়িত্ব নিতে ত্রাতা হয়ে আবারও এগিয়ে এলেন ভারতের মাসিহা সোনু সুদ। নিজের টিমের সাহায্যে এবার ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ঘরে ফিরিয়ে আনলেন সেনু সুড।
ইউক্রেন থেকে পড়ুয়ারা দেশে ফেরার পর, টুইট করে সোনু লেখেন, ‘ইউক্রেনে বসবাসকারী পড়ুয়াদের জন্য ভীষণ কঠিন সময়। আর ওঁদের দেশে ফেরানোই সম্ভবত আমার জীবনের প্রথম কঠিন কাজ ছিল। ভাগ্যের জোরে বেশ কিছু পড়ুয়াদের সুরক্ষিতভাবে সীমান্ত পেরতে সাহায্য করতে পেরেছি। এখনও চেষ্টা করে যাচ্ছি। ওঁদের খুব প্রয়োজন আমাদের। ধন্যবাদ। জয় হিন্দ।’
Tough times for our students in Ukraine & probably my toughest assignment till date. Fortunately we managed to help many students cross the border to safe territory. Lets keep trying. They need us. Thank You @eoiromania???????? @IndiaInPoland @meaindia for your prompt help.
Jai Hind???????? https://t.co/q9oJ428pHu— sonu sood (@SonuSood) March 2, 2022
পড়ুয়াদের ঘরে ফেরানোর কাজে তারা ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড,এবং রোমানিয়ার ভারতীয় দূতাবাসের সহযোগিতা পেয়েছিলেন। তাই তাদের এদিন ধন্যবাদ জানাতে ভোলেননি সোনু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সুরক্ষিত ছাত্র-ছাত্রীরা দেশে ফিরে আসার পর ধন্যবাদ জানিয়েছেন সোনুকে।
That's my job.
I am glad that I was able to do my bit,
Big thank you to Government of India for all the support.
Jai hind ???????? https://t.co/KWhf7R4pP9— sonu sood (@SonuSood) March 2, 2022
এদিন টুইটারে সোনু আরও লিখেছেন, ‘ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই কষ্টে রয়েছে। তাদের দেশে ফেরানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছি। পাশে থাকার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। জয় হিন্দ।’ সঙ্গে ভারতীয় পতাকার ইমোজি পোস্ট করেছেন অভিনেতা। উল্লেখ্য এই প্রথম নয়, এর করোনা সংক্রমণের সময়েও দেশবাসীর কাছে ত্রাতা হয়ে ধরা দিয়েছিলেন।