সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) শোনেননি এমন মানুষ এ ভারতে খুব পাওয়া বর্তমানে দুষ্কর। বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নিজের বাদাম বিক্রির গানের জেরেই আজ বিশ্ব বিখ্যাত হয়ে পড়েছেন। ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান। ফেসবুক ইউটিউব থেকে সর্বত্রই বাজছে কাঁচা বাদাম গান। ইতিমধ্যেই এই গানের একাধিক রিমেক তৈরি হয়ে গিয়েছে। তবে নেটিজেনদের অনেকেই এখন তাঁর পরবর্তী গানের অপেক্ষায় আছেন।
গানের জেরে রাতারাতি সেলেব্রিটি তো হয়েছেন সাথে মিলেছে বেশ কিছু টাকাও। শুরুতে তাঁর গান নিয়ে কন্টেন্ট তৈরী করে অনেকেই মোটা টাকা রোজগার করলেও কিছু পাননি তিনি। পরে পুলিশের সাহায্যে নিজের নাম কপিরাইট জোগাড় করেছেন। আর কিছুদিন আগেই তিন লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করেছেন মিউজিক কোম্পানির সাথে। তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আর বাদাম বিক্রি করবেন। বরং গান যখন তাকে লোকের কাছে ফেমাস করেছে গান বানাবেন তিনি।
ইতিমধ্যেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে গানের সুযোগ মিলেছে ভুবনবাবুর। এমনকি লিলুয়ায় আয়োজিত বসন্ত উৎসবে ইমন চক্রবর্তীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন তিনি। সেখানে নিজের কাঁচা বাদাম গানের পাশাপাশি আরও একটি গান শুনিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুবন বাবু জানিয়েছেন মানুষ তাকে ভালোবাসা দিয়েই ভরিয়ে দিয়েছে তার জন্য তিনি ধন্য।
এরপর ভুবন বাবুকে জিজ্ঞাসা করা হয়েছে পরবর্তী গান নিয়ে কি ভাবছেন তিনি? যার উত্তরে তিনি জানান, এখন বড্ড ব্যস্ত তিনি। তাই নতুন গান লেখার সময় একদমই পাচ্ছেন না। তবে নতুন গান লেখার ইচ্ছা রয়েছে। নিজের পরিবারকে নিয়েই নতুন গান লিখতে চান তিনি।
এই বলেই দু কলি গান গেয়েও শোনান ভুবনবাবু। ‘তাইরে নাইরে না’রে, আ্রমি এখন যাচ্ছি বাইরে। আমি কখন ফিরব ঘরে, আমার বৌ-ব্যাট আছে ঘরে। রাতে ঘুম হয় না রে, আমি কখন ফিরব ঘরে?’ কবিতার মত ছন্দ মিলিয়ে এমনই গান শোনা গিয়েছে তাঁর গলায়। তবে এটা বর্তমান পরিস্থিতির কারণেই তিনি বলেছেন বলে জানিয়েছেন। হয়তো এই রকম বা একটু আলাদা হতে পারে তাঁর পরবর্তী গান। তবে ভুবনবাবুর নতুন গানের জন্য অপেক্ষায় রয়েছে নেটিজেনদের অনেকেই।