বিগত ২ বছরেরও অধিক সময় ধরে করোনার সংক্রমণের জেরে একের পর ধাক্কা খেয়েছে বিগ বাজেটের সিনেমা। পিছিয়েছে ছবি মুক্তির তারিখ। যার জেরে উপায় না পেয়ে নির্মাতাদের অনেকেই ছবি মুক্তির জন্য বেছে নিয়েছেন ওটিটি প্লাটফর্মের মতো মাধ্যমকে। তবে কিছু কিছু সিনেমা শশুধুমাত্র বড় পর্দার জন্যই তৈরি হয়ে থাকে। যশরাজ ব্যানারের এমনই বহু প্রতিক্ষীত একটি সিনেমা হল ‘পৃথ্বীরাজ’।
করোনার একের পর ঢেউয়ের আঘাতে বারবার পিছিয়ে যায় অক্ষয়কুমার অভিনীত বিগ বাজেটের এই সিনেমা।তাই শুরু থেকেই অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার পক্ষপাতী ছিল না প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। প্রসঙ্গত গতকালই ভক্তদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বহু প্রতিক্ষীত ‘পাঠান’ সিনেমার প্রথম ট্রেলার প্রকাশ্যে এনে চমক দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
কিং খানের পরের দর্শকদের জন্য আরও এক সারপ্রাইজ নিয়ে হাজির হন বলিউডের খিলাড়ি কুমার, অক্ষয় কুমার। অবশেষে বুধবারেই তিনি জানালেন তার আসন্ন বিগ বাজেটের সিনেমা ‘পৃথ্বীরাজ’-এর মুক্তির দিনক্ষণ। সিনেমার আরও এক নতুন পোস্টারের ছবি দিয়ে অক্ষয় লিখেছেন ‘আপনাদের এটা জানাতে পেরে খুব ভাল লাগছে যে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের মহান গাঁথা আরও তাড়াতাড়ি পর্দায় আসছে ৷ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।’
সদ্য প্রকাশিত সিনেমার এই নতুন পোস্টারে ‘পৃথ্বীরাজ’ অবতারে তলোয়ারধারী রূপে ধরা দিয়েছেন অক্ষয়। রাজপুত সম্রাট পৃথ্বীরাজের ব্যাক্তিত্বের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে অভিনেতার চোখে মুখে। এই সিনেমার মাধ্যমে ভারতের রাজপুতানার ঐতিহাসিক গাথা কে জীবন্ত করে তুলবেন অক্ষয়। পৃথ্বিরাজ মানেই যুদ্ধক্ষেত্রে যেমন দাপট দেখাতেই, তেমনই আজও দেশবাসীর মুখে মুখে ঘোরে রাজকুমারী সংযুক্ত আর তার প্রেম কাহিনীও।
উল্লেখ্য এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং সোনু সুদ (Sonu Sood)। পৃথ্বীরাজের প্রেমিকা তথা স্ত্রী সংযুক্তার চরিত্রে দেখা যাবে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লারকে (Manushi Chhillar)। এই সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করছেন তিনি।