দেশজুড়ে একের পর এক হিন্দি, ওড়িয়া এবং তামিল ভাষায় চলছে বাংলা সিরিয়ালের রিমেক। তাই সিরিয়াল প্রেমীদের কাছে দিনে দিনে বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের এই চাহিদা পূরণের কথা মাথায় রেখে একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলি। এই তালিকায় একে অপরকে জোর টক্কর দিচ্ছে বাংলার দুই লিডিং এন্টারটেইনমেন্ট চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা।
সম্প্রতি জি বাংলার প্রথম সারির সিরিয়াল গুলিকে সমান তালে টেক্কা দিয়ে চলেছে স্টার জলসার গাঁটছড়া, খুকুমণি হোম ডেলিভারি, মন ফাগুন এবং ধূলোকণার মতো সিরিয়াল। যার জেরে প্রথম স্থান খুইয়ে কার্যত ধরাশায়ী হয়ে পড়ে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল মিঠাই। তবে ঘুরে কোমর কষে নেমে পড়েছে জি বাংলাও। উমা, পিলু, লক্ষী কাকিমার পর তিন আগেই শুরু হয়েছে একেবারে নতুন সিরিয়াল গৌরী এল।
এবার এক মা এবং তার তিন মেয়ের জীবন সংগ্রামের গল্প বলতে আসছে উড়ন তুবড়ি (Uron Tubri)। কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল স্টার জলসার তিন বোনের গল্প নিয়ে তৈরি গাঁটছড়া কে টেক্কা দিতে জি বাংলাতেও আসছে তিন বোনের গল্প নিয়ে তৈরি সিরিয়াল। এরইমধ্যে গতকালই চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়ালের প্রথম প্রোমো। যা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। তাই বলা বাহুল্য নতুন প্রোমো ভিডিও (Promo Video) প্রকাশ্যে আসা মাত্রই তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
প্রমো দেখে জানা যাচ্ছে মায়ের চরিত্রে অভিনয় করছেন লাবনী হালদার (Laboni Halder)। ‘চপশিল্প’ অর্থাৎ তেলে ভাজা বিক্রি করেই সংসার চালান তিনি। অভাবের সংসারে তিন মেয়ে রয়েছে তার। এই তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন সোহিনী ব্যানার্জি সৌমি চ্যাটার্জী এবং সুকন্যা। সিরিয়ালে প্রধান চরিত্র তুবড়ির চরিত্রে অভিনয় করবেন সোহিনী (Sohini Banerjee)।
প্রথম প্রোমোতেই তুবড়ির ডায়লগ ‘কালিপটকাও না, ফুলঝুরি ও না। আমি হলাম তুবড়ি, একবার জ্বললে নেভে না’,শোনা মাত্রই উচ্ছাসে ফেটে পড়েছেন দর্শক। তবে এই সিরিয়াল আসলে কন্নড় সিরিয়াল পুত্তকখানা মাক্কালুর বাংলা রিমেক তাই। তাই শুরুতেই রিমেকের নামি টুকলির অভিযোগে নেটিজেনদের একাংশের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই সিরিয়াল কর্তৃপক্ষ।