মেজাজটাই রাজা! অসংখ্য অনুরাগীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বমহিমায় ধরা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। দীর্ঘ ৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন করছেন কিং খান। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই প্রকাশ্যে আনলেন বহু প্রতীক্ষিত ‘পাঠান’ (Pathan) সিনেমার টিজার। যা দেখার পর থেকেই গোটা বিশ্বজুড়ে উত্তেজনায় ফেটে পড়েছেন অগণিত শাহরুখ ভক্ত।
‘কিং ইজ ব্যাক’ ধ্বনিতে ফেটে পড়ছে গোটা সোশ্যাল মিডিয়া। এরইমধ্যে ‘পাঠান’-এর টিজারের ছবি আর ভিডিওতে ছয়লাপ হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। উল্লেখ্য এতদিন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে আনুষ্ঠানিকভাবে শাহরুখের নাম ঘোষণা করা হয়নি। তাই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ‘পাঠান’ সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকমহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় সিনেমার টিজার শেয়ার করে মুক্তির দিনক্ষণ জানিয়ে ক্যাপশনে কিং খান লিখলেন ‘আমি জানি দেরি হয়ে গেল। কিন্তু তারিখটা মনে রাখবেন। পাঠানের সময় শুরু হচ্ছে এখন থেকে।২০২৩ সালের ২৫ জানুয়ারি, দেখা হচ্ছে সিনেমা হলে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।’
শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং অভিনেতা জন আব্রাহামকে। শুরুতেই শাহরুখ অর্থাৎ পর্দার পাঠানের সাথে পরিচয় করিয়ে দিতে দেখা যায় জন এবং দীপিকাকে। টিজারের প্রথমেই জন বলে ওঠেন ‘ধর্ম কিংবা জাতির ভিত্তিতেই আমাদের দেশে নামকরণ করা হয়’। এরপরই পর্দায় একেবারে অভিনব লুকে ধরা দেন দীপিকা।
তিনি বলে ওঠেন, ‘কিন্তু ওই ব্যক্তির কাছে ধর্ম কিংবা জাতির কিছুই ছিল না। এমনকী ওঁর নামকরণ করারও কেউ ছিল না। দেশ, ভারত ছাড়া ওঁর কাছে নিজের বলতে আর কিছুই ছিল না’। এরপরই অন্ধকার থেকে আলোর দিকে হেঁটে আসতে দেখা গেল বলিউড বাদশা কে। কিন্তু স্পষ্ট নয় তাঁর মুখ। প্রথম টিজার থেকেই ভক্তদের উচ্ছাস রয়েছে চোখে পড়ার মতো।
View this post on Instagram