বিগত দুবছর করোনা মহামারীর জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল বিনোদন জগৎ তথা ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এবার একে একে শক্তি ফিরিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে সব ইন্ডাস্ট্রি। দক্ষিণী ছবি থেকে বলিউডের ছবি ১০০ থেকে ২০০ কোটির হিট ছবি দিয়ে হাল ফিরিয়েছে ইন্ডাস্ট্রি। এবার টলিউডের (Tollywood) পালা, টলিউড কাঁপাতে আসছে একগুচ্ছ দুর্দান্ত বাংলা ছবি (Bengali Cinema)। আজ বংট্রেন্ডের পর্দায় দেখে নিন আসন্ন ৮টি ছবির তালিকা ও তাদের কাস্টিং(Upcoming Bengali Movie Names & Casting)।
এক্স = প্রেম (X = Prem)
সৃজিত মুখার্জী পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। ছবিতে অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস এদের মত তারকাদের দেখা যাবে। বহুপ্রতীক্ষিত এই ছবিটি আগামী মাসের ১৩ই মে রিলিজ হতে চলেছে।
দ্য একেন (The Eken)
হইচই ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে একেন বাবুর ওয়েব সিরিজ। এবার সেই কাহিনী এবার পর্দায় আসতে চলেছে বড় পর্দায়। আগামী ১৪ই এপ্রিল মুক্তি পেতে চলেছে দ্য একেন। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। জয়দীপ মুখার্জির পরিচালিত এই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছে একেনপ্রেমীরা।
কুলের আচার (Kuler Achaar)
দীর্ঘদিন চলার পর শেষ হয়েছে শ্রীময়ী সিরিয়াল। সিরিয়ালের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেরই ইন্দ্রানী হালদার। তবে সিরিয়াল শেষ হতেই এবার বড়পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। জানা যাচ্ছে ছবিতে দজ্জাল শাশুড়িমা হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। আগামী ৩রা জুন ছবির রিলিজের তারিখ ধার্য্য করা হয়েছে। ছবিতে ইন্দ্রানী হালদারের পাশাপাশি বিক্রম চ্যাটার্জী ও মধুমিতা সরকারকেও দেখা যাবে।
খেলা যখন (Khela Jawkhon)
মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর আসন্ন ছবি খেলা যখন। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে অর্জুন মিমি ছাড়াও জুন মালিয়া, বরুণচন্দ অলকানন্দা রায়দেরকে দেখা যাবে। ছবিটি আগামী ১লা জুলাই মুক্তি পেতে চলেছে।
ব্যোমকেশ (Byomkesh)
বাঙালি মানেই ডিটেকটিভ গল্পের পোকা, একথা অনেকেই স্বীকার করবেন। আসলে রহস্য রোমাঞ্চের কাহিনী আজও টানে বাঙালিদের। আর সত্যান্বেষী ব্যোমকেশকে নিয়ে ছবি মানেই একপ্রকার সুপারহিট বলা যেতেই পারে। এবছর মুক্তি পেতে চলেছে ব্যোমকেশের আরও একটি ছবি। ছবিতে ব্যোমকেশের চরিত্রে থাকছেন আবির চ্যাটার্জী ও সত্যবতী হিসাবে থাকছেন সোহিনী সরকার। সম্ভবত ১১ই অগাস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি।
কর্ণসুবর্ণের গুপ্তধন (Karna Subarner Guptodhon)
আবির চ্যাটার্জীর আরও একটি রহস্য রোমাঞ্চে ভরপুর ছবি কর্ণসুবর্ণের গুপ্তধন। ছবিতে আবির, ঝিনুক, সোনাদা মাইল বেরিয়ে পড়বে রহস্যের সন্ধানে। ছবির রিলিজের তারিখ এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি, তবে যাচ্ছে ৩০শে সেপ্টেম্বর রিলিজ হতে পারে ছবিটি।
বল্লভপুরের রূপকথা (Ballabhpurer Roopkotha)
গতবছরের পর এবছরের শুরুতেই সুখবর দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টলিউডের বিখ্যাত অভিনেতা অনির্বাণকে এবার দেখা যাবে পরিচালকের ভূমিকায়। এই ছবি দিয়েই পরিচালক হওয়ার যাত্রা শুরু করছেন অভিনেতা। এবছরের ২১শে অক্টবর ছবির রিলিজের দিন ঠিক হয়েছে।
হত্যাপুরী (Hatyapuri)
ব্যোমকেশ সোনাদা একাধিক ছবি রয়েছে রিলিজের অপেক্ষায়, সেখানে ফেলুদা থাকবে না হয় নাকি! সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে আসছে ‘হত্যাপুরী’। সন্দীপ রায়ের পরিচালনায় আসছে এই ছবি। তবে ছবিতে ফেলুদার চরিত্রে কে থাকবেন সেটা এখনও নিশ্চিতরূপে জানা যায়নি। ছবির মুক্তির তারিখ ঠিক হয়েছে বছরের শেষের দিকে ২৩শে ডিসেম্বর।