• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এসে গেল মিঠাই রানির জন্মদিন! বৌয়ের বার্থডে তে আরও রোম্যান্টিক সিড, দেখুন নতুন প্রোমো ভিডিও

Published on:

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,জন্মদিন,Birthday,প্রোমো ভিডিও,Promo Video

পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই একেবারে পাল্টে গিয়েছে সিড আর মিঠাইয়ের সম্পর্কের রসায়ন সত্যি হয়েছে মিঠাইরানির স্বপ্ন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে একেবারে ফিল্মি স্টাইলে নিজের বৌকে ‘আই লাভ ইউ’ বলেছে উচ্ছেবাবু। তারপর থেকেই মিঠাইকে একেবারে চোখে হারাচ্ছে সিড। কাঠখোট্টা কাজ পাগল দাদুর নাতিও এখন ভালোবাসায় বিশ্বাস করে।

সেই থেকে সে একেবারে অন্য চোখে দেখতে শুরু করেছে মিঠাইকে। তাই টিভির পর্দাতেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এই জুটির রোম্যান্স। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মিঠাই সিরিয়ালে সবসময়ই থাকে নতুন চমক। কিছুদিন আগেই সিড মিঠাইয়ের বুড়ো বয়সের ছবি দেখে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,জন্মদিন,Birthday,প্রোমো ভিডিও,Promo Video

অনেকেই ভাবতে শুরু করেছিলেন খুব শিগগিরই শেষ হয়ে যাবে মিঠাই ধারাবাহিকটি। উল্লেখ্য পাহাড় থেকে বাড়ি ফিরে কিছুদিন আগেই মিঠাইকে সিদ্ধার্থ বলেছিল দাদাই ঠাম্মির মত সেও চায় মিঠাইয়ের সাথেই বুড়ো হতে। উচ্ছেবাবুর মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় মিঠাইরানি। এরপরেই হল্লা পার্টির বুদ্ধিতে রুদ্রর মন ভালো করতে বয়স্ক মনের ডাক্তার সাজে সিড মিঠাই।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,জন্মদিন,Birthday,প্রোমো ভিডিও,Promo Video
এরই মধ্যে প্রকাশ্যে এল সিরিয়ালের নতুন এক প্রোমো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রিয়েল লাইফের পর এবার রিল লাইফেও এসে পড়েছে মিঠাইরানির জন্মদিন।আর সেই বার্থডে পার্টিতে টুকটুকে লাল শিফনের শাড়িতে সেজে উঠেছে মিঠাই। উচ্ছে বাবু পরেছে কালো ব্লেজার। লাল সাদা বেলুনে সেজে উঠেছে গোটা মনোহরা।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,জন্মদিন,Birthday,প্রোমো ভিডিও,Promo Video
শুরুতেই দেখা যায় সিঁড়ি দিয়ে নেমে আসছে মিঠাই। আর বৌয়ের জন্য গিটার বাজিয়ে গান গাইছে সিড। এরপরেই দেখা যায় দাদু, ঠাম্মি, সহ বাড়ির সকলের উপস্থিতিতে কেক কাটতে শুরু করে মিঠাই। এরপরেই দেখা যায় আলোয় ঝলমলে রোম্যান্টিক পরিবেশে মিঠাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জড়িয়ে ধরে সিড। এই নতুন প্রোমো ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥