সাপ (Snake) নামটা শুনলেই অনেকে ভয়ে আটকে ওঠেন। আসলে একসময় সাপের কামড়ে প্রচুর লোকের মৃত্যু হত একসময়। বর্তমানে যদিও সেই সংখ্যা কমে গিয়েছে অনেক। তবে মানুষের মনে সাপের প্রতি ভয় এখনও থেকেই গিয়েছে। চোখের সামনে সাপ দেখলে তো আত্মারাম খাঁচা হবার জোগাড় হয়। তবে বর্তমানে হামেশাই এই ধরণের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Video) হতে দেখা যায়।
আসলে সাপেদের থেকে আমরা যে ভয় পায় সেটা কিন্তু কিছুটা ভুল। কারণ পৃথিবীর বেশিরভাগ সাপই বিষধর নয়। তবে কিছু সাপ রয়েছে যাদের এক ছোবল পূর্ণ বয়স্ক ব্যক্তিকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তবে সে যায় হোক না কেন চোখের সামনে সাপ দেখলে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় হয় অনেকেরই। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমত শিউরে উঠতে পারেন অনেকেই।
যেখানে সাপ দেখলেই দৌড়ে পালায় লোকজন সেখানে খালি হাতেই কৌটো নিয়ে সাপ ধরছেন এক ব্যক্তি। আর সেই কান্ড মোবাইলের ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে প্লাস্টিকের কৌটো হাতে নিয়েই সাপের কাছে এগিয়ে গিয়েছেন ওই ব্যক্তি। এরপর মাথাটা কৌটোর ভোটরে পুড়েই সাপটিকে মাটিতে চিপে রেখেছেন তিনি।
এরপর বুদ্ধি করে ধীরে ধীরে সাপটাকে কৌটোর ভেতরে বন্দি করে ঢাকনা আটকে দিয়েছেন তিনি। অবশ্য ওই ব্যক্তির হাতে সাপ ধরার লাঠি রয়েছে। সুতরাং হয়তো ওই ব্যক্তি সাপ ধরার স্পেশালিস্ট হতেই পারেন। তবে এমনভাবে সাপ ধরতে গেলে বুকে যথেষ্ট সাহস লাগে,যেটা সবার থাকে না।
View this post on Instagram
ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। প্রায় আড়াই লক্ষের কাছাকাছি লোকে ভিডিওটি দেখেছেন। ভিডিও দেখে অনেকেই আটকে উঠেছেন। কেউ ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন, তো কেউ আবার বলেছেন, সাপটা কামড়ালে সোজা হাসপাতাল। এমন হাজারো মন্তব্যে ভরে গিয়েছে ভিডিওর কমেন্ট বক্স।