বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম স্পষ্টবাদী অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বরাবরই নিজের মনের কথা মুখে বলতেই ভালোবাসেন তিনি। তাতে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হলেও সেসব পরোয়া করেন না শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। অনুরাগীদের সাথে মাঝে মধ্যেই নিজের জীবনের নানা সুখ দুঃখের কাহিনী শেয়ার করেন অভিনেত্রী।
সম্প্রতি ফের একটি ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে শ্রীলেখা। উল্লেখ্য আজকালকার দিনে ছোটো-বড়, তরুণ প্রজন্মের একটা বড় অংশের কাছেই সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে স্মার্ট ফোন। তাই তাদের কাছে পৃথিবীটা ছোট হতে হতে হাতের মধ্যে থাকা মুঠোফোনে এসে বন্দী হয়েছে। আর এখন টিকটক বন্ধ হওয়ার পর আট থেকে আশি সকলেই নেশায় বুঁদ থাকেন রিল ভিডিওর (Reel Video)।
নেটিজেনদের এই রিল প্রীতি নিয়েই এবার ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় সবাই আজকাল একটাই সময় কাটান যে শ্রীলেখার অভিযোগ নতুন প্রজন্ম নাকি আজকাল বই পড়তেই ভুলে গিয়েছে। বিশেষ করে রিল ভিডিওর উপরেই সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অথচ সম্প্রতি তিনি নিজেই একের পর রিল ভিডিওই বানিয়ে নজর কেড়েছেন অনুরাগীদের।
কখন মজার মজার এক্সপ্রেশন আবার কখনও ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় গানের গানের তালে নেচে উঠছেন শ্রীলেখা। তবে রিল বিরোধিতা করে আবার নিজেই ভিডিও বানিয়ে শ্রীলেখার সাফাই, তাঁর সহকারীরাই তাকে পরামর্শ দিয়েছিলেন, অনুরাগীদের জন্য রিল ভিডিও বানাতে।
তবে শুধু মাত্র বিনোদন মূলক ভিডিওই নয়। রিলের মাধ্যমে নানা সমাজসেবা মূলক বার্তা দেওয়ার পাশাপাশি নিজের চার পেয়ে সন্তানদের নিয়েও নানান বার্তাও দিয়ে থাকেন অভিনেত্রী। তবে তার জন্য অনান্যদের মতো খাটাখাটনি করতে রাজি নন তিনি। সম্প্রতি শ্রীলেখা জানিয়েছেন ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ গঠন করার জন্য রিল বানানোর প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। তার কাছে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ই যথেষ্ট।