গতমাসেই নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং মার্কিন পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। জানুয়ারি মাসেই নতুন অতিথি এসেছে তাদের বাড়িতে।মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তবে এখনও পর্যন্ত ঝাঁচকচকে গ্লাম্যার ওয়ার্ল্ডের ক্যামেরার ঝলকানি থেকে তারা দূরেই রেখেছেন একরত্তি সন্তান কে।
তবে নিজে গর্ভধারণ করে নয়, সারোগেসির পদ্ধতির মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের (Baby Girl) মা হয়েছেন প্রিয়াঙ্কা। জানা যায় এপ্রিল মাসে এই সন্তানের হওয়ার কথা থাকলেও তার ১২ সপ্তাহ আগেই জানুয়ারি মাসেই বাচ্চার জন্ম দিয়েছেন বাচ্চার সারোগেটেড মা। কারণ হিসাবে বলা হয় যে মহিলা প্রিয়াঙ্কার সন্তান ধারণ করেছেন, তাঁর শারীরিক ধকলের কারণেই নাকি তড়িঘড়ি সন্তানের জন্মের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
জানা যায় এর আগে পাঁচ বার সারোগেসির মাধ্যমে শিশুর জন্ম দিয়েছেন তিনি। উল্লেখ্য সেসময় মা হওয়ার এই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে প্রিয়াঙ্কা লিখেছিলেন ‘আমরা খুব আনন্দ সহকারে জানাচ্ছি যে আমরা সারোগেসি পদ্ধতির সাহায্যে সন্তান নিয়েছি। আমরা সম্মানের সাথে নিজেদের জন্য কিছুটা গোপনীয়তা প্রার্থনা করছি, কারণ এই সময় আমরা পরিবারকে সময় দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ।’
তবে একমাত্র মেয়ের কী নাম দিলেন নিক-প্রিয়াঙ্কা!এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা ডা.মধু চোপড়া। উল্লেখ্য গত শনিবার মুম্বাইয়ে নিজের কসমেটিক ক্লিনিকের ১৪ বছর বর্ষপূর্তি উদযাপন করতে হাজির হয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে মুখ খুললেন প্রিয়াঙ্কার মা।
তিনি জানান, প্রথমবার দিদা হওয়ার অনুভূতি তাঁর কাছে এককথায় অসাধারণ। পাশাপাশি তার আরও সংযোজন, ‘এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা ও নিকের সন্তানের নামকরণ করা হয়নি। পন্ডিতজি ভালো কোনও নাম বাছাই করুক, তারপর নামকরণ করা হবে।’ উল্লেখ্য সন্তান জন্মের পর নিকট প্রিয়াঙ্কা সকলের কাছে অনুরোধ করেছিলেন, এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে।