বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ (Controversy Queen) কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সামাজিক হোক রাজনৈতিক যে কোনো বিষয়েই বিতর্কিত মন্তব্য করতে পিছুপা হননা এই বলি অভিনেত্রী। নিন্দুকরা আড়ালে বলে থাকেন বিতর্ক আর কঙ্গনা হাত ধরাধরি করে চলেন। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিতে দুবার ভাবেন না এই বলি অভিনেত্রী। তবে সম্প্রতি ফের একবার শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা।
নিজের হেটার্সদের শাস্তি দিতে নিজেই খুলে আস্ত একটা লক আপ (Lock Upp) অর্থাৎ জেলখানা খোলার কথা জানিয়েছিলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়া পোস্টে একথা নিজেই বলেছিলেন অভিনেত্রী। একটি ইনস্টাগ্রাম পোস্টে এক মিনিটের ছোট্ট একটি টিজার শেয়ার করে কঙ্গনা নিজের মুখেই বলেছিলেন এতদিন ধরে যারা তাঁকে কটুক্তি করেছেন তাদের একে একে এই জেলে ঢোকাবেন তিনি।
জানা যায় মোট ১৬ জন সেলিব্রিটিকে এই জেলে ঢোকাবেন তিনি। কিন্তু শুরুই আগেই শেষ হতে বসেছে কঙ্গনার এই বহু প্রতীক্ষিত রিয়ালিটি শো। আচমকাই আইনি জটিলতার মুখে পড়ে এখন অনিশ্চিত এই শোয়ের ভবিষ্যৎ। সম্প্রতি সানোবার বেইজ নামের এক ব্যক্তি ‘লক আপ’ নামের এই শো-টির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
তাঁর দাবি, একতা কাপুরের আগেই এই শো-টির পরিকল্পনা করেছিলেন তারা। তাদের শোয়ের নাম দেওয়া হয়েছিল ‘দ্য জেল’। ওই ব্যক্তির দাবি তাদের এই শোয়ের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। সেইসাথে তার অভিযোগ একতা কাপুরের শোটি তাদের শো-এর ধারণা থেকেই তৈরি। তবে বিষয়টি আপাতত আদালতের বিচারাধীন।
অন্যদিকে ইতিমধ্যেই হায়দ্রাবাদ সিভিল কোর্টের তরফে স্থগিতাদেশ জারি করা হয়েছে এই শোয়ের উপর। তাই এখন প্রোমোশন থেকে বদলে গিয়েছে শো শুরু হওয়ার তারিখ। ২৭ ফেব্রুয়ারির শুরু হওয়ার কথা ছিল কঙ্গনার এই ডিজিটাল শো। কিন্তু এখন তা বদলে দিয়ে বলা হচ্ছে, ‘শীঘ্র আসছে’।