টলিউডের ভালোমানের অভিনেতাদের মধ্যে একজন হলেন কৌশিক সেন (Kaushik Sen)। থিয়েটারের মঞ্চ থেকে সিনেমার পর্দা সবেতেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। বাংলা বিনোদনের জগতে দর্শকদের খুবই পছন্দের একজন অভিনেতা তিনি। তবে এবার ছোটপর্দায় অভিনয়ে দেখা যাবে কৌশিক সেনকে। ষ্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) এ অভিনয় করছেন তিনি। নতুন এই সিরিয়ালে অসমবয়সী প্রেমের গল্পে দেখা যাবে অভিনেতাকে।
রাজ চক্রবর্তীর প্রযোজনায় আসছে এই নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’। যেখানে আইনজীবী অরিন্দমের ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে। আর তার বিপরীতে থাকবেন সোমু সরকার (Somu Sarkar)। এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়ালের এমন একজন ভালো অভিনেতার সাথে অন্যরকম সিরিয়ালে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। আর ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা।
যদিও অসম বয়সী প্রেম নিয়ে এই সিরিয়াল প্রথম নয়! এর আগেও ‘বিকালে ভোরের ফুল’ নামের সিনেমা থেকে সিরিয়াল হয়ে গিয়েছে। ‘বিকালে ভোরের ফুল’ ছবিতে মহানায়ক উত্তম কুমার ও অভিনেত্রী সুমিত্রাকে দেখা গিয়েছে। যেখানে উত্তম কুমার ছিলেন অনেকটা বয়সে বড় আর সুমিত্রা ছিলেন নিতান্ত কিশোরী। ছবিটি সেই সময় সুপারহিট হয়েছিল। আজ সেই ছবির প্রায় ৫ দশক হতে চললেও সেই কাহিনী আবারও মনে পরে যাচ্ছে ‘গোধূলি আলাপ’ এর প্রমো দেখে।
সিরিয়াল শুরু হবার আগেই প্রমো নিয়ে শুরু হয়েছে আলোচনা। এমনকি প্রমোতেও দেখা গিয়েছে বাড়িতে ঢুকতেই মা বলে উঠেছেন, ‘লোকে কি বলবে!’ কাকা-জেঠার বয়সী একটা লোক কি না প্রেম করবে এক বাচ্চা মেয়ের সাথে। অনেকের মতে এমন একটা কাহিনী আদৌ জনপ্রিয়তা পাবে নাকি শুরুতেই দর্শকদের কাছে বিরুপ প্রতিক্রিয়া মিলবে? অভিনেতার স্ত্রী রেশমি সেন থেকে ছেলে ঋদ্ধিরও সিরিয়ালের কনসেপ্ট খুব একটা পছন্দ হয়নি।
কিন্তু অভিনেতা কৌশিক সেন নিজে ক ই বলছেন সিরিয়াল ও তাঁর কাহিনী নিয়ে? অভিনেতার মতে, সকলের কাছে কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এটাই আপাতত একটা ইতিবাচক দিক ধরে নেওয়া যায়। অনেকের কাছে অসম বয়সী প্রেম ‘অশ্লীল’ মনে হতে পারে। কিন্তু প্রেমের মধ্যে আরও অনেক কিছু থাকে যেমন স্নেহ, পথপ্রদর্শন বা গাইডেন্স। তাই অনুরোধ রইল সকলের কাছে ধৈর্য ধরে একটু সিরিয়ালটি দেখার।
বর্তমান সমাজে দাঁড়িয়ে হয়তো কাকা-জেঠার বয়সী পাত্রের সাথে ছোট মেয়েদের বিয়ে দেওয়া হয়নি। তবে ৮-১০ বছর বয়সের বড় পাত্রের সাথে বিয়ে তো হচ্ছেই। খবরের কাগজে বিজ্ঞাপন দেখলেই চোখে পরে পাত্রের বয়স ত্রিশ উর্দ্ধ তবে পাত্রী চাই ২৫ এর। এছাড়া এর উল্টো উদাহরণও রয়েছে, যেমন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের থেকে বয়সে ১০ বছর ছোট নিক জোন্সকে বিয়ে করেছেন।
এই সমস্ত ধারণাগুলি নারী-পুরুষ বৈসাদৃশ্যের জন্ম দেয়। ‘গোধূলি আলাপ’কে অশ্লীল বলার আগে মনে রাখতে হবে, আজকের সমাজেও আধুনিকতার মাঝেও লিঙ্গ বৈষম্য রয়ে গিয়েছে। তাই সেরিয়ালটিকে একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন কাহিনী। আর তখন বিরূপ মন্তব্য নয় বরং সিরিয়ালের একজন অনুরাগী হয়ে উঠবেন।