• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার অজিতের কাছে হেরে গেল পুষ্পা-বাহুবলী, দক্ষিণী ছবি Valimai ভাঙল সমস্ত রেকর্ড

Published on:

Ajith Kumar Valimai Movie breaks pushpa record makes new history in south industry

একসময় বলিউডের ছবি মানেই ছিল এলাহী ব্যাপার ১০০ কোটির বক্স অফিস কালেকশন। তবে বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Industry) রমরমা বাজার চলছে। কিছুদিন আগে রিলিজ হওয়া অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ বলিউডের ছবিকে হার মানিয়ে রেকর্ড টাকা আয় করেছিল। এবার পুষ্পার রেকর্ডকেও ভেঙে দিল দক্ষিণী সুপারস্টার অজিত কুমারের (Ajith Kumar) ছবি ‘ভালিমাই (Valimai)’।

বিগত ২৪শে ফেব্রুয়ারি রিলিজ হয়েছে এই ছবিটি। যেটা রিলিজের দিনেই রীতিমত ঐতিহাসিক রেকর্ড তৈরী করেছে। এমনকি জানলে অবাক হবেন সুপারস্টার অজিত এই সিনেমার মধ্যে দিয়ে টেক্কা দিয়েছেন সুপারস্টার রজনীকান্ত থেকে শুরু করে আল্লু অর্জুনের মত তারকাদেরকেও।

অজিত কুমার,Ajith Kumar,Valimai

যেমনটা জানা যাচ্ছে তামিল ছবির জগতে সর্বকালের সবথেকে বেশি ওপেনিং কালেকশন হয়েছে এই সিনেমার। যেটা একটা ঐতিহাসিক রেকর্ড। প্রথম দিনেই ৬২.৩৬ কোটি টাকার ব্যবসা করেছে Valimai ছবিটি। আর এবার আরও অনেক রেকর্ড ভাঙার জন্য কোমর কষে এগিয়েছে চলেছে ছবিটি।

শুধুমাত্র তামিলনাড়ুতেই ৩৬.১৭ কোটি টাকা যায় হয়েছে ছবিটি থেকে প্রথম দিনে। যার ১.৮৪ কোটি টাকা উঠেছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকেই। তাহলে বুঝতেই পারছেন কি পরিমান দর্শকদের মন জিতেছে ছবিটি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ১০০ কোটিও পেরিয়ে ২০০ কোটির খাতায় নাম তুলবে ছবিটি।

অজিত কুমার,Ajith Kumar,Valimai

Valimai ছবিটি শুধুই তামিল ভাষায় নয় বরং হিন্দি থেকে শুরু করে একাধিক আশায় রিলিজ হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চল সহ বিদেশেও রিলিজ হয়েছে ছবিটি। শ্রীলঙ্কা, মালয়েশিয়া,সিঙ্গাপুর সহ  ইউনাইটেড আরব এমিরেটস ও সৌদি আরবের মত দেশে রিলিজ হয়েছে ছবিটি। বিদেশেও কোটি টাকার ব্যবসা করে ফেলেছে Valimai।

ছবি সুপারহিট হওয়ার পরেই অজিত কুমারের ভক্তরা খুশিতে মেতে উঠেছেন। অভিনেতার বিশাল পোস্টারে দুধ বৃষ্টি শুরু হয়েছে। এমনকি অভিনেতা সিনেমা হলে পৌঁছালে তার গাড়িটিকেও দুধ ও দই দিয়ে রীতিমত স্নান করিয়ে দেওয়া হয়। সুতরাং বোঝাই যাচ্ছে সুপারস্টার হিসাবে অজিত কুমার কিন্তু বাকিদের টেক্কা দিতে একেবারেই রেডি।

ছবিতে অজিতের পাশাপাশি জাহ্নবী কাপুর, হুমা কুরেশি সহ আরও একাধিক তারকাদের দেখা গিয়েছে। প্রসঙ্গত, এর আগেও একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অজিত কুমার। যার মধ্যে ভেদালাম, ভিরাম দ্য পাওয়ার ম্যান, এর মত একাধিক ছবি রয়েছে

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥