• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজ চক্রবর্তীর পিতৃবিয়োগের শোক ভুলিয়েছে ছেলে! ভাইরাল একরত্তি ইউভানের ‘দাদা’ ডাক

আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম পরিচালক বলতে প্রথমেই আসে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নাম। তুমুল ব্যস্ততার মধ্যেই ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন। আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই এখন জনপ্রিয়তার নিরিখে পরিচালক মশাই এবং তার স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকেও (Subhashree Ganguly) টেক্কা দিয়ে দেন তাদের একরত্তি ছেলে ইউভান।

দিনে দিনে নেটিজেনদের নয়নের মনি হয়ে উঠেছে সে। তাই ছবি হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইউভান কে দেখা মাত্রই ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। এই বয়সেই সোশ্যাল মিডিয়া স্টার ইউভান। দেখতে দেখতে এখন অনেকটাই বড় হয়ে উঠেছে ছোট্ট ইউভান। গুটি গুটি পায়ে সকলের আদরে ভালোবাসায় একবছর পার করে ২ বছরের দিকে এগিয়ে চলেছে সে।

   

ইউভান,Yuvan,রাজ চক্রবর্তীর,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,Grand Father,ঠাকুরদা,Viral Video,ভাইরাল ভিডিও

তাই এখন সবে বুলি ফুটছে রাজ-শুভশ্রীর আদরের ছেলের মুখে। আদো, আদো গলায় কিছুদিন আগেই বাবা, মাম্মা, দাদা বলতে শিখছে সে। বাবা মা, ঠাম্মার আদরে বড় হয়ে উঠছে ছোট্ট ইউভান।কিন্তু ‘আনন্দ আয়োজন’-এর মাঝেও চিরকালের জন্য একটা আফসোস থেকেই গিয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর।

ইউভান,Yuvan,রাজ চক্রবর্তীর,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,Grand Father,ঠাকুরদা,Viral Video,ভাইরাল ভিডিও

উল্লেখ্য আজ ২ বছর আগে করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে প্রয়াত হয়েছেন রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী। সেই বছরেই অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী। কিন্তু আক্ষেপ ইউভানের জন্মের কয়েক মাস আগেই প্রয়াত হন রাজের বাবা। তাই রাজের বাবা যেমন নাতিকে নিজের চোখে দেখে যেতে পারেননি। তেমনি ইউভানও বঞ্চিত থেকেছে ঠাকুরদার ভালোবাসা থেকে।

ইউভান,Yuvan,রাজ চক্রবর্তীর,Raj Chakraborty,শুভশ্রী গাঙ্গুলী,Subhashree Ganguly,Grand Father,ঠাকুরদা,Viral Video,ভাইরাল ভিডিও

তাই ছোট্ট ইউভানের কাছে এখন ভরসা শুধু ছবি। তাই ঠাকুরদার ছবি হাতে নিয়েই এখন সে আদর করে। এদিন সোশ্যাল মিডিয়ায় ইউভানের এমনই একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কখনও দাদুর ছবি বুকে আগলে ‘দাদা’ বলে ডাকছে ইউভান, আবার কখনও, ছবিতে চুমু দিয়ে আদরে ভরিয়ে দিচ্ছে ইউভান। এই ভিডিওর ক্যাপশনে রাজ লিখেছেন ‘একই বছরে আমি একজনকে হারিয়েছি আর অন‍্যজনকে পেয়েছি।আমার ছেলে আমার বাবাকে দেখেনি, আমার বাবাও তাঁর নাতিকে দেখার সুযোগ পাননি। কিন্তু আমি জানি, ওরা একে অপরকে মিস করে।’

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

site