আধুনিক যুগের বিনোদনের মাধ্যম হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছে অনলাইন ওটিটি প্ল্যাটফর্মগুলি (OTT Platform)। সাধারণ সিনেমার মত শুধু ২ থেকে আড়াই ঘন্টার সিনেমা নয় বরং সত্যি ঘটনার উপর তৈরী হওয়া কিছু ওয়েব সিরিজ দেখা যাচ্ছে এই ওটিটি প্লাটফর্মগুলিতে। তবে বেশ কিছু এমন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বোল্ড দৃশ্য (Bold Scenes) ভরপুর রয়েছে। এমনই একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হল অল্ট বালাজি (Alt Balaji)।
অল্ট বালাজিতে একাধিক ওয়েব সিরিজ রয়েছে যেখানে সাহসী দৃশ্য থেকে অবাধ যৌনতা দেখানো হয়েছে। যেহেতু সেন্সার বোর্ড ওয়েব সিরিজের ক্ষেত্রে খুব একটা কঠোর নয় তাই সিনেমা হলের মত বোল্ড দৃশ্যগুলি বাদ পড়েনি এই ওয়েব সিরিজে। আর যারা বোল্ড দৃশ্যের ওয়েব সিরিজ দেখতে চান তাদের অল্ট বালাজীর এই ৫টি ওয়েব সিরিজ অবশ্যই দেখা উচিত।
বেকাবু ২ (Bekaboo 2)
অল্ট বালাজীর ওয়েব সিরিজ বেকাবু। বেস্ট সেলার এক বইয়ের কাহিনী থেকে তৈরী এই ওয়েব সিরিজ। যার দ্বিতীয় পর্ব নাম যশ, থেকে শুরু করে ঘৃণা ও প্রতিশোধের ভাবনা থেকে খুনের ওপর নির্মিত একটি কাহিনী। এই ওয়েব সিরিজে বোল্ড দৃশ্যে রীতিমত নজর আটকেছে নেটিজেনদের। ওয়েব সিরিজে প্রিয়া ব্যানার্জী ও রাজীব সিদ্ধার্থকে অভিনয় করতে দেখা গিয়েছে।
গন্দি বাত (Gandi Baat)
অল্ট বালাজীর সবচাইতে জনপ্রিয় ও বোল্ড ওয়েব সিরিজের মধ্যে অন্যতম গন্দি বাত। এই ওয়েব সিরিজটি সাহসিকতার সমস্ত বাধা অতিক্রম করেছে। যেখানে বোল্ড যৌন দৃশ্য দেখা গিয়েছে একাধিকবার। ওয়েব সিরিজের ৬টি সিজেন হয়ে গিয়েছে। সিজেন ৬ তে সারিকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মহিমা গুপ্তা ও দিবাকরের চরিত্রে ছিলেন অভিনেতা কেবল দশানী।
ক্রাইম অ্যান্ড কনফেশন (Crime and Confession)
প্রেম লোভ আর হিংসায় ভরা একটি কাহিনী নিয়ে তৈরী হয়েছে এই ওয়েব সিরিজ। যেখানে ৫টা আলাদা ব্যক্তি ও ৫টা আলাদা পরিবারের কাহিনী তুলে ধরা হয়েছে। ওয়েব সিরিজের কাহিনী বিভিন্ন সময়ের সাথে জুড়ে তৈরী করা হয়েছে। যেগুলো একেঅপরের সাহতে কোনো না কোনো মিল আছে।
এক্সএক্সএক্স সিজেন ২ (XXX Season 2)
অল্ট বালাজীর বোল্ড ওয়েব সিরিজের মধ্যে অন্যতম হল এক্সএক্সএক্স। ইতিমধ্যেই ওয়েব সিরিজের মোট ৩টি সিজেন হয়ে গিয়েছে। বোল্ড দৃশ্য থেকে শুরু করে সাহসী সংলাপে ভরপুর এই ওয়েব সিরিজ দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এল এস ডি (LSD – Love Scandal and Doctors)
বেশ জটিল ও রহস্য জনক একটি কাহিনী এলএসডি। যেখানে ৫ জন মেডিক্যাল ইন্টার্নদের কাহিনী তুলে ধরা হয়েছে। তাঁরা পাঁচজন একটি কেলেঙ্কারি বা স্ক্যান্ডালে ধরা পরে। কাহিনীতে বন্ধুত্ব, প্রেম, সাসপেন্স থেকে শুরু করে প্রতিশোধের কাহিনী দেখানো হয়েছে সাথে রয়েছে বেশ কিছু সাহসী দৃশ্য।