বলিউডে সুন্দরী অভিনেত্রীর সংখ্যা কম নয়। কিন্তু এভারগ্রীন (Evergreen) নায়িকার কথা উঠলে আজও প্রথমেই আসে তাঁর নাম। এখানে কথা হচ্ছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi) বিষয়ে। বছরের পর বছর দর্শকদের জন্য একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে একসময় তিনিই হয়ে উঠেছিলেন দেশের প্রথম মহিলা সুপারস্টার। বলিউডের ‘চাঁদনি’ তিনি।
আজ থেকে চার বছর আগে আজকের দিনেই আচমকাই অকালমৃত্যু হয়েছিল অভিনেত্রীর। কিন্তু মৃত্যুর পর আজও সমান প্রাসঙ্গিক অভিনেত্রী। শ্রীদেবী আজ সশরীরে হয়তো আমাদের মধ্যে নেই। কিন্তু তিনি তাঁর অভিনীত একাধিক চরিত্রের মধ্যে দিয়ে আজও জীবিত রয়েছেন অসংখ্য ভক্তদের মনের মধ্যে। তাই আজও অভিনেত্রীর ভক্তরা মাঝে মধ্যেই তাঁকে স্মরণ করে থাকেন।
ব্যাতিক্রম নয় আজকের দিনটিও। আজ শ্রীদেবীর চতুর্থ মৃত্যু বার্ষিকী। আর আজকের দিনটিতে তাঁকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে তাঁকে স্মরণ করছেন তাঁর অগণিত ভক্তরা। তবে শুধু ভক্তরাই নন এদিন সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবীর সাথে তোলা ছোটো বেলার ছবি শেয়ার করেছেন তাঁর দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর।
এদিন ইনস্টাগ্রামে মা শ্রীদেবীর কোলে বসে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। ছবির ক্যাপশনে শ্রীদেবী কন্যা লিখেছেন “আমি এখনও আআমার জীবনে তোমায় ছেড়ে থাকার সময়ের চেয়ে অনেক বেশি সময় তোমার সাথে কাটিয়েছি। কিন্তু আমি ঘৃণা করি যে তোমাকে ছাড়া আমার জীবনে আরও একটি বছর যুক্ত হল। আমি আশা করি আমরা তোমাকে গর্বিত মাম্মা করব, কারণ এটিই একমাত্র জিনিস যা আমাদের এগিয়ে নিয়ে যাবে। সবসময় ভালবাসি তোমায়।”
অন্যদিকে মা শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে (Death Anniversary) মেয়ে খুশি কাপুরও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে ছোট্ট খুশি বসে রয়েছেন মায়ের কোলে। ছবির ক্যাপশনে কিছুই লেখেননি খুশি।শুধুমাত্র সাদা হার্টের ইমোজি দিয়েছেন তিনি। উল্লেখ্য মৃত্যুর এত বছর পরেও আজও শুধু রহস্য হয়েই থেকে গিয়েছে শ্রীদেবীর মৃত্যু।