• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুক্তির আগেই বিপদে ‘গাঙ্গুবাঈ’! সেন্সর বোর্ডের কাঁচিতে ৪ বড় পরিবর্তন সিনেমায়

Published on:

Gangubai Kathiawadi,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Alia Bhatt,আলিয়া ভাট,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Censor Board,সেন্সর বোর্ড,UA Certificate,ইউএ সার্টিফিকেট

রাত পোহালেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত বহু প্রতিক্ষীত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। এই সিনেমায় গঙ্গুবাইয়ের নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউডের অন্যতম ভার্সাটাইল অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। উল্লেখ্য এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী হল মুম্বাইয়ের কামাঠিপুরা। একসময় এই পতিতালয়েরই সর্দারনি ছিলেন গঙ্গুবাঈ। তার জীবনী নিয়ে জনপ্রিয় লেখক হুসেন জাইদি লিখেছিলেন ‘মাফিয়া কুইন্স অফ মুম্বই’(Mafia Queens of Mumbai)।

এই বই অবলম্বনেই ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন স্বয়ং সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) নিজেই। এরই মধ্যে শোনা যাচ্ছে মুক্তির আগেই এই সিনেমার বেশ কিছু ছবি থেকে শুরু করে সংলাপের ওপর চালানো হয়েছে সেন্সর বোর্ডের কাঁচি। যার ফলে বহু প্রতীক্ষিত এই সিনেমাটিতে মুক্তির আগেই এসেছে চারটি বড়সড় পরিবর্তন। সবকিছু পরিবর্তনের পর এই ছবির মোট ডিউরেশন কমেছে এক থেকে দু’মিনিট।

Gangubai Kathiawadi,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Alia Bhatt,আলিয়া ভাট,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Censor Board,সেন্সর বোর্ড,UA Certificate,ইউএ সার্টিফিকেট
শোনা যাচ্ছে সেন্সর বোর্ডের নির্দেশ মতো এই সিনেমায় একটি অশ্লীল সংলাপ বদলে তার জায়গায় ‘মাদারঝাঁট’ শব্দটি বসানো হয়েছে। পাশাপাশি ৪৩ সেকেন্ড ও ১৭ সেকেন্ডের দুটি সংলাপ ও দৃশ্যের উপর কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। শুধু তাই নয় দেশের প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে ছবিতে রাখা একটি দৃশ্যও রদবদল করা হয়েছে। এই দৃশ্যে দেখা গিয়েছিল ‘গঙ্গুবাঈয়ের কাঁধে গোলাপ রাখছেন নেহেরু।ওই দৃশ্যের মধ্যে যে সত্যতা নেই সেই কথা উল্লেখ করেই সিনেমার মধ্যে চাপানো হয়েছে একটি স্লাইড।

এই চারটি পরিবর্তনের শর্ত রেখেই Central Board of Film Certification (CBFC) সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) এই ছবিকে ‘UA’ সার্টিফিকেট দিয়েছে। সেন্সর বোর্ড-এর তরফে ইউ/এ সার্টিফিকেট পেয়ে রীতিমতো উচ্ছসিত এই সিনেমার সমস্ত কলাকুশলী। কারণ এরফলে, এই ছবি প্রেক্ষাগৃহে দেখার ক্ষেত্রে আর বয়সের সীমারেখা থাকল না। তাই এবার থেকে সব বয়সী দর্শকরাই দেখতে পারবেন এই সিনেমা।

Gangubai Kathiawadi,গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Alia Bhatt,আলিয়া ভাট,Sanjay Leela Bhansali,সঞ্জয় লীলা বনশালি,Censor Board,সেন্সর বোর্ড,UA Certificate,ইউএ সার্টিফিকেট

ছবির বিধিবদ্ধ সতর্কীকরণেও কয়েকটি পরিবর্তন করা হয়েছে। সবশেষে ছবির মোট দৈর্ঘ্য গিয়ে দাঁড়িয়েছে ২ঘন্টা ৩৭মিনিটের মতো। এই মুহুর্তে গোটা দেশে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র শেষ মূহুর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন আলিয়া। উল্লেখ্য সম্প্রতি, ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ৭২তম বার্লিন ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে এই ছবির। আর আগামীকাল অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘গঙ্গুবাঈ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥