গতকালকেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘গোধূলী আলাপ’ (Godhuli Alap) এর প্রথম প্রোমো। এই ধারাবাহিক নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে বেশ কৌতুহল দেখা দিয়েছিল। ধারাবাহিকে দেখানো হবে অসম বয়সের এক প্রেমের গল্প। আর এই ধারাবাহিকের মাধ্যমেই অনেক দিন পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা কৌশিক সেন (Koushik Sen)। তার আগে এই ধারাবাহিকে অভিনয় করার কথা ছিল বাবুল সুপ্রিয়র।
পোড় খাওয়া অভিনেতা কৌশিক সেনের বিপরীতে একেবারে নতুন মুখ খুঁজে এনেছেন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। এই ধারাবাহিকে অভিনয় করবেন সোমু সরকার (Somu Sarkar)। দক্ষিণ দিনাজপুরের মেয়ে সোমু এক্কেবারে আনকোরা মুখ। কিন্তু প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই তার জনপ্রিয়তা এক লাফে বেড়ে যায়।
প্রথম সারির চ্যানেল স্টার জলসা, বা জি বাংলায় আগে কাজের সুযোগ হয়নি তার। এর আগে আকাশ আট চ্যানেলের ‘ইকির-মিকির’-এ সেকেন্ড লিডে অভিনয় করতেন সমু। এরপর ‘গোধূলি আলাপ’ এ অডিশানের সুযোগ আসে আর সেখান থেকেই রাজ চক্রবর্তীর মনে ধরে সোমুকে।
সোমুর বাবা পেশায় বিএসএফ। বাড়িতে তার সাথে থাকেন বাবা, মা এবং ভাই। কৌশিকের অন্ধ ভক্ত সোমু, তার বিপরীতে অভিনয় করার কথা বিশ্বাসই করতে পারেননি প্রথমে। মালদায় সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন সোমু। এখন থেকে তাকে পর্দায় দেখা যাবে ‘নোলক’ হিসেবেই।
নিজের হাতেই কৌশিক সেন শিখিয়ে পড়িয়ে নিয়েছেন নবাগতা সোমুকে৷ সঞ্চালনা, সাংবাদিকতা থেকে তার পেশা হয়ে গিয়েছে অভিনয়। এই মুহুর্তে কেবল ভালো অভিনেত্রী হতে চান সোমু। কোনও প্রতিদ্বন্দ্বী চাননা। কৌশিক সেন তাকে শিখিয়েছেন সহ অভিনেতার চোখে চোখ রেখে সংলাপ বলতে, এখন সেই প্র্যাকটিসই চলছে নোলকের। আগামী ১লা মার্চ থেকেই শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক।
https://youtu.be/WveqrZa_18E